ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

বিনোদন

৫০০ গাড়ি ও ৬৫০টি লিমোজিনে আসবেন অতিথিরা

জনি হক, স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৬
৫০০ গাড়ি ও ৬৫০টি লিমোজিনে আসবেন অতিথিরা

অস্কার অনুষ্ঠান মানেই জৌলুস আর মার্জিত ব্যাপার-স্যাপার। এই চাকচিক্যের প্রতিটি পরতের অন্তরালে থাকে নানান আয়োজন।

প্রতি বছর বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাসম্পন্ন এই আয়োজনের আগের ২৪ ঘণ্টা সংশ্লিষ্টদের থাকতে হয় ব্যাপক দৌড়ের ওপর! নজর রাখতে হয় খুঁটিনাটি অনেক বিষয়ে।  

অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের ৮৮তম আসর বসবে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার হলিউড অ্যান্ড হাইল্যান্ড সেন্টারে ডলবি থিয়েটারে। হাইল্যান্ড পার্কিং অ্যান্ড টান্সপোর্টেশনের মালিক নর্ম কিনার্ড হলেন অস্কারের অফিসিয়াল পরিবহন সমন্বয়ক। ৫০০ গাড়ি ও ৬৫০টি লিমোজিনে আসা অতিথিদের দরজা খুলে দেওয়ার জন্য খানসামা বরাদ্দ আর কর্মচারীদের জন্য ৩৫টি শাটল ব্যবস্থার দায়িত্বে আছেন তিনি।  

শনিবার (২৭ ফেব্রুয়ারি) মধ্যরাত থেকে তার অস্কার ব্যস্ততা শুরু হয়ে যাবে। ২৯ ফেব্রুয়ারি সকাল অবধি দম ফেলার ফুরসত পাবেন না তিনি! অনুষ্ঠানের আগে ডলবি থিয়েটারের কাছাকাছি সব গ্যারেজ খালি আছে কি-না তা নিশ্চিত করাও তার অন্যতম কাজ।

তারকাদের নিয়ে আসা লিমোজিনের ড্রাইভারদেরকে নির্দিষ্ট একটি জায়গায় জড়ো করে টিভিতে অনুষ্ঠানটি দেখতে বলা হয়। এটা অনেকটা বাধ্যতামূলক। কারণ ড্রাইভার যাকে নিয়ে এসেছেন তিনি পুরস্কার জিতলেন কি-না তা জানানোর জন্যই এই পন্থা। এতে করে অনুষ্ঠান শেষে যাত্রী কোথায় যাবেন তা বোঝা যায়। সঙ্গে তাদের মেজাজমর্জি সম্পর্কেও ধারণা থাকে। সকাল ১০টায় অস্কার মঞ্চে যারা উঠবেন তাদের নিয়ে মহড়া হবে শেষবারের মতো।

বাংলাদেশ সময়: ১২৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।