ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

বিনোদন

অমিতাভকে গেইলের উপহার

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৬
অমিতাভকে গেইলের উপহার

ভারতের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন ও ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং সেনসেশন ক্রিস গেইল একে অপরের ভক্ত। ক্যারিবিয়দের ওপেনিং ব্যাটসম্যান নিজের অটোগ্রাফ করা একটি ব্যাট উপহার দিয়েছেন বিগ বিকে।



টুইটারে গেইল জানিয়েছেন, বিগ বির ছবি ও তার স্টাইল খুব পছন্দ তার। শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) রাত ৯টা ১৫ মিনিটে তিনি লিখেছেন, ‘অমিতাভ বচ্চনকে ব্যাট উপহার দিতে পেরে আমি গর্বিত। তার স্টাইল ও ছবিগুলো ভালো লাগে আমার। তিনি কিংবদন্তি। ’

ব্যাটটি পেয়ে উচ্ছ্বসিত অমিতাভ শুক্রবার দিবাগত রাত ১টা ২২ মিনিটে জানিয়েছেন, তিনিও গেইলের ভক্ত। তার কথায়, ‘জনাব ক্রিস গেইল, কী সম্মানই না দিলেন! আপনি আমাকে চেনেন জানতাম না! উপহারটি পেয়ে আমি অভিভূত। অন্যদের মতো আমিও আপনার ভক্ত। ’

জ্যামাইকান বংশোদ্ভুত ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার ক্রিস গেইল উড়নচন্ডী জীবনযাপনের জন্য পরিচিত। তিনিই প্রথম বিশ্ব ক্রিকেটে সোনালি রঙা ব্যাট ব্যবহার করেন গত বছর। ব্যাটটির ভারতীয় প্রস্তুতকারক প্রতিষ্ঠান স্পার্টান জানিয়েছে, এ রঙের ব্যাটে খেলায় আলাদা কোনো সুবিধা নেই। ক্রিকেটীয় আইনেরও পরিপন্থী নয় এটি।

বাংলাদেশ সময়: ১৫৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।