ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

বিনোদন

‘দ্য টুনাইট শো’তে প্রিয়াঙ্কা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৬
‘দ্য টুনাইট শো’তে প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা চোপড়া

বিখ্যাত আলাপচারিতার অনুষ্ঠান ‘দ্য টুনাইট শো’তে অতিথি হিসেবে অংশ নিতে যাচ্ছেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। আগামী ৩ মার্চ এতে দেখা যাবে ৩৩ বছর বয়সী এই তারকাকে।

এটি উপস্থাপনা করবেন বিখ্যাত উপস্থাপক জিমি ফ্যালন।

প্রিয়াঙ্কাই প্রথম হিন্দি ছবির কোনো তারকা যিনি বসতে যাচ্ছেন এ অনুষ্ঠানে। অস্কারজয়ী নির্মাতা মার্টিন স্করসিস, অভিনেতা বেন স্টিলার, রায়ান রিনোল্ডস, অভিনেত্রী পেনেলোপি ক্রুজ, গায়িকা জেনিফার লোপেজের মতো তারকাদরে সাক্ষাৎকার নিয়েছেন ফ্যালন।

খবরটি টুইটার ফ্যানপেজে একটি পোস্টে রিটুইটের মাধ্যমে নিশ্চিত করেছেন প্রিয়াঙ্কা। এর আগে আরেক বিখ্যাত টক শো ‘জিমি কিমেল লাইভ!’-এ অংশ নিয়েছেন তিনি।

প্রিয়াঙ্কা শিগগিরই অভিনয় করতে যাচ্ছেন হলিউডের ‘বেওয়াচ’ ছবিতে। এতে তার সহশিল্পী রেসলিং তারকা দ্য রক। এটি মুক্তি পাবে ২০১৭ সালের ১৯ মে। এ ছাড়া মার্কিন টিভি সিরিজ ‘কোয়ান্টিকো’র নতুন মৌসুমেও দেখা যাবে তাকে। রোববার (২৮ ফেব্রুয়ারি) ৮৮তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস অনুষ্ঠানের মঞ্চে পুরস্কার দিতে উঠবেন তিনি।

এদিকে আগামী ৪ মার্চ বলিউডে মুক্তি পাবে তার নতুন ছবি ‘জয় গঙ্গাজল’। এতে পুলিশ অফিসার আভা মাথুরের ভূমিকায় দেখা যাবে তাকে। এটি পরিচালনা করেছেন প্রকাশ ঝা।

বাংলাদেশ সময়: ১৬৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।