ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

বিনোদন

মায়ের কাছ থেকে সন্তানকে দূরে রাখছেন শাহরুখ!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৬
মায়ের কাছ থেকে সন্তানকে দূরে রাখছেন শাহরুখ! শাহরুখ খান, আবরাম খান ও গৌরি খান

শাহরুখ খানের কনিষ্ঠ পুত্র আবরাম খান সম্পর্কে অনেক কিছুই জানাজানি হয়েছে। শাহরুখ-গৌরি দম্পতির এই ছেলে সবার চোখেই এখন তারকা।

কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, মায়ের কাছ থেকে তাকে দূরে সরিয়ে রাখছেন বলিউড বাদশা!

আবরামকে সবখানেই সঙ্গে রাখতে চান শাহরুখ। শুটিংয়ে দৃশ্যধারণ ও মহড়ার ফাঁকে পুত্রকে নিয়ে সময় কাটান তিনি। শাহরুখের সুবাদেই বিশ্বের বিভিন্ন দেশ ঘোরা হয়ে গেছে তার। বাপ-বেটার এই জোট বেঁধে থাকার কারণে বাড়িতে সারাদিন একাই সময় কাটাতে হয় শাহরুখপত্নীকে।

বলাবাহুল্য আবরামের সঙ্গে খুব অল্প সময়ই থাকা হয় গৌরির। এ নিয়ে মোটেও খুশি নন গৌরি। তাদের সন্তানদের মধ্যে আবরামই সবচেয়ে আদুরে। গৌরি মনে করেন, আরিয়ান কিংবা সুহানা এমন আদর পায়নি!

* শাহরুখের লাভগুরু আবরাম!
* আবরাম কি দেখতে শাহরুখের মতো?
* বাবার শুটিংয়ে আবরাম
* আবরামের নানারূপ
* শাহরুখ-পুত্র আবরামের নাচ আর জুতা
* গোসলে বাপ-বেটার দোস্তি
* আবরামের প্রতি পক্ষপাতদুষ্ট শাহরুখ!
* শাহরুখকে সতর্ক করে দিলেন গৌরি!
* ছেলেদের জন্য শাহরুখের বার্তা
* বড় পর্দায় এলো শাহরুখের ছোট ছেলে আবরাম
* প্রথমবার জনসম্মুখে শাহরুখ-আবরাম

বাংলাদেশ সময়: ১০০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।