ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

বিনোদন

বড় পর্দায় গান ও অভিনয়ে পান্থ কানাই

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৬
বড় পর্দায় গান ও অভিনয়ে পান্থ কানাই (বাঁ থেকে) কবির বকুল, শওকত আলী ইমন ও পান্থ কানাই

নতুন একটি চলচ্চিত্রে গান গাইলেন সংগীতশিল্পী পান্থ কানাই। এতে তিনি নিজেই ঠোঁট মেলাবেন।

এবারই প্রথম বড় পর্দায় দেখা যাবে তাকে। ‘আমেরিকান ড্রিমস’ ছবির জন্য তৈরি হয়েছে এটি।

‘হায়রে গণি মিয়া’ শিরোনামের গানটি লিখেছেন কবির বকুল, সুর ও সংগীত পরিচালনা করেছেন শওকত আলী ইমন। রাজধানীর মগবাজারে ভেলোসিটি স্টুডিতে শনিবার (২৭ ফেব্রুয়ারি) এর রেকর্ডিং সম্পন্ন হয়।

জানা গেছে, গণি মিয়া একজন কৃষক। তার নিজের কোনো জমি নেই, অন্যের জমি চাষ করে। ওই বিষয়কে ঘিরেই সাজানো হয়েছে গানটি।

ছবিটি পরিচালনা করবেন জসিম উদ্দিন। তিনি জানান, পান্থকে নিয়ে গানটির দৃশ্যধারণ হবে আগে। যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিদের জীবনই এর বিষয়বস্তু। ছবিটিতে অভিনয় করবেন পপি, সায়মন ও আইরিন।

বাংলাদেশ সময়: ১০৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।