ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

বিনোদন

এশিয়ার সেরা তরুণ-তরুণীদের মধ্যে শ্রদ্ধা!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৬
এশিয়ার সেরা তরুণ-তরুণীদের মধ্যে শ্রদ্ধা! শ্রদ্ধা কাপুর

বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর অল্প সময়েই সাফল্যের ভেলায় ভেসেছেন। তার ভক্ত ও অনুসারী এখন অঢেল।

নতুন খবর হলো, এশিয়ার সেরা ৩০ তারকার তালিকায় স্থান করে নিয়েছেন তিনি। যাদের বয়স ৩০ বছরের মধ্যে তাদের নিয়ে এটি প্রকাশ করেছে ফোর্বস ম্যাগাজিন।

এ খবরে অভিভূত শ্রদ্ধা। বার্তা সংস্থা আইএএনএসকে তিনি বলেছেন, ‘সফল মানুষদের এই সম্মানজনক তালিকায় জায়গা করে নেওয়া চাট্টিখানি ব্যাপার নয়। আমি অভিভূত। আরও সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা পেলাম। ’

তালিকায় বিনোদন ও ক্রীড়াঙ্গন থেকে স্থান পাওয়া অন্যদের মধ্যে আছেন হলিউড অভিনেতা লিয়াম হেমসওয়ার্থ, ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি। বলিউড থেকে একমাত্র স্থান পেয়েছেন শ্রদ্ধা।
shraddha_kapoor
এদিকে শ্রদ্ধা এখন ‘রক অন টু’ ও ‘বাঘি’ ছবির কাজ করছেন। দুটিই মুক্তি পাবে এ বছর। তাকে সর্বশেষ দেখা গেছে ‘এবিসিডি টু’ ছবিতে।

বাংলাদেশ সময়: ১২১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।