ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

বিনোদন

সুচিত্রা সেনকে নিয়ে ছবি, রাইমার ভাবনা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৬
সুচিত্রা সেনকে নিয়ে ছবি, রাইমার ভাবনা রাইমা সেন ও সুচিত্রা সেন

বাংলা ছবির মহানায়িকা সুচিত্রা সেনের জীবন নিয়ে ছবি পরিচালনার দায়িত্বে সঞ্জয়লীলা বানসালি অথবা মনিরত্নকে চান অভিনেত্রী রাইমা সেন। দুই বছর ধরে বিভিন্ন প্রযোজকের সঙ্গে এ নিয়ে তার কথা হচ্ছে।



সুচিত্রা সেন চরিত্রে অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন বিদ্যা বালান। শুরুতে রাজি থাকলেও পরে তিনি সরে যান। এ প্রসঙ্গে টেনে রাইমা বলেছেন, ‘সময় ফাঁকা না থাকায় বিদ্যা বালান প্রস্তাবটি ফিরিয়ে দিয়েছেন। আমি চাই, দিম্মার জীবন নিয়ে ছবি হোক। সঞ্জয়লীলা বানসালি কিংবা মনিরত্নম পরিচালনায় থাকবেন আশা করি। ’

সুচিত্রা সেনের মতো কিংবদন্তির চরিত্রে কাজ করতে পারলে খুশি হবেন বলে জানিয়েছিলেন বিদ্যা। কিন্তু সুচিত্রার সঙ্গে শারীরিক গড়নের কোনো মিল না থাকায় বিদ্যা কাজটি করতে রাজি হননি। তাছাড়া এটি বাংলা ভাষায় তৈরি হবে জেনে তার মনে হচ্ছে, চরিত্রটির জন্য রাইমাই যুতসই।

বলিউডের বেশ কয়েকটি ছবিতে রাইমার অভিনয় প্রশংসিত হয়েছে। এর মধ্যে ‘পরিণীতা’ ও ‘একলব্য- দ্য রয়েল গার্ড’ ছবিতে ছিলেন বিদ্যাও। এ ছাড়া ‘হানিমুন ট্রাভেলস প্রাইভেট লিমিটেড’ ও ‘চোখের বালি’ ছবিতে দারুণ অভিনয় করেছেন রাইমা। সামনে ‘বলিউড ডায়েরিস’ নামের একটি ছবিতে যৌনকর্মীর ভূমিকায় দেখা যাবে তাকে।

বলিউডে আরও ভালো ভালো কাজের সুযোগ পেয়েও হেলায় তা হারিয়েছেন রাইমা। তার ভাষ্য, ‘আমি বেড়ে উঠেছি এমন একটি পরিবারে, যেখানে প্রায় সবাই চলচ্চিত্রের মানুষ। ফলে বলিউডে সুযোগ পাওয়া সহজ হয়েছে। তবে আমি ধোপে টিকতে পারিনি অলসতার কারণে। আলসেমি করে অনেক অডিশনে যাইনি। ’ তবে এখন বলিউডকে গুরুত্ব দিচ্ছেন বলে জানালেন তিনি।

* সুচিত্রা সেনের ভূমিকায় বিদ্যা!
* সুচিত্রা সেন হতে কত্থক শিখছেন বিদ্যা
* সুচিত্রার চরিত্রে বিদ্যার না

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।