ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

বিনোদন

নিশো যখন গল্পকার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৬
নিশো যখন গল্পকার আফরান নিশো/ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

টিভি নাটকের জনপ্রিয় অভিনেতা আফরান নিশো শুটিংয়ের সময় নিজের চরিত্রে বেশ নিরীক্ষা চালান। পরিচালকের পরামর্শ নিয়ে তারপর শট দেন তিনি।

এ ক্ষেত্রে বেশিরভাগ সময়ই গল্পে যুক্ত হয় নতুনমাত্রা। এ কারণে তার ওপর পুরোপুরি আস্থা রাখেন নির্মাতারা।

এবার নিজের গল্পের নাটকেই অভিনয় করেছেন আফরান নিশো। নাম ‘বিপ্রতীপ’। এর নাট্যরূপ দিয়েছেন ও পরিচালনা করেছেন সাইফুল আলম শামীম। ভার্সেটাইল মিডিয়া প্রযোজিত ‘বিপ্রতীপ’-এর দৃশ্যধারণ শেষ হয়েছে। এখন এটি আছে সম্পাদনার টেবিলে। আগামী ১০ মার্চ রাতে আরটিভিতে প্রচার হবে নাটকটি।

শামীম বাংলানিউজকে জানান, নিশোর গল্পটি বেশ গুরুগম্ভীর। নিজের সৃষ্ট চরিত্রে একটু বেশিই ভালো করেছেন তিনি। এতে নিশোর সঙ্গে অভিনয় করেছেন পিয়া বিপাশা। তাদেরকে সবশেষ একসঙ্গে দেখা গেছে গত ঈদে এনটিভিতে প্রচারিত ‘পেন্ডুলাম’ নাটকে।

বাংলাদেশ সময়: ১৪০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৬
এসও/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।