ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

বিনোদন

অস্কার মঞ্চে মহড়ায় প্রিয়াঙ্কা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৬
অস্কার মঞ্চে মহড়ায় প্রিয়াঙ্কা

বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া এখন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে। প্রথমবার অস্কার মঞ্চে ওঠার জন্য প্রস্তুত হচ্ছেন তিনি।

রোববার (বাংলাদেশ সময় ২৯ ফেব্রুয়ারি ভোর) কোনো একজন বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেবেন তিনি। সেই মুহূর্তটি নিখুঁত করার জন্য চেষ্টার ত্রুটি রাখছেন না ৩৩ বছর বয়সী এই অভিনেত্রী। মঞ্চে ওঠার আগে লালগালিচায়ও হাঁটবেন তিনি।

হলিউড অ্যান্ড হাইল্যান্ড সেন্টারের ডলবি থিয়েটার মিলনায়তনে বসবে ৮৮তম অস্কারের জমকালো আসর। এখানেই শনিবার (২৭ ফেব্রুয়ারি) পুরস্কার দিতে আসার মহড়া সেরে নিয়েছেন প্রিয়াঙ্কা।

এদিন খুব সকালে কানাডার মন্ট্রিল থেকে লস অ্যাঞ্জেলস এসে পৌঁছান প্রিয়াঙ্কা। বিমানবন্দরে নেমেই মহড়ার জন্য তিনি সোজা চলে যান ডলবি থিয়েটারে। নিখুঁত কাজ দেখিয়ে ‘কোয়ান্টিকো’ তারকা অস্কারেও সবাইকে মুগ্ধ করবেন বলে আশা করা হচ্ছে।

জানা গেছে, অস্কার মঞ্চে শুরুতে পুরস্কার দিতে এসে যা বলবেন তার মহড়া করেছেন প্রিয়াঙ্কা। তাকে সূত্র ধরিয়ে দেন মঞ্চ পরিচালক। এসব মুহূর্তের স্থিরচিত্র শেয়ার করে তিনি ক্যাপশনে লিখেছেন, ‘মঞ্চ থেকে দেখুন! মহড়া! অস্কারের জন্য শুভকামনা। ক্রিস রক (উপস্থাপক) আগামীকাল জমিয়ে দেবেন মজায় মজায়! শুভকামনা ক্রিস। ’

মহড়া শেষে সন্ধ্যায় সতেজ হতে স্পা করাতে চলে যান প্রিয়াঙ্কা। এর আগে একটি সেলফি পোস্ট করে তিনি লিখেছেন, ‘স্পা করানোর সময় এখন, তবে আগে সেলফি!’

বাংলাদেশ সময়: ১৪০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।