ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

বিনোদন

হলিউডের সবচেয়ে বাজে ছবি!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৬
হলিউডের সবচেয়ে বাজে ছবি! দৃশ্য : (বাঁ থেকে) ‘ফ্যান্টাস্টিক ফোর’ ও ‘ফিফটি শেডস অব গ্রে’

কোনো চমক নেই! যৌথভাবে হলিউডের সবচেয়ে বাজের চলচ্চিত্রের স্বীকৃতি পেলো ‘ফিফটি শেডস অব গ্রে’ ও সুপারহিরোদের ছবি ‘ফ্যান্টাস্টিক ফোর’। ২০১৫ সালের মুখচুন করা ছবি হিসেবে পুরস্কার হিসেবে ৪.৯৭ ডলার মূল্যের সোনার স্প্রে করা ট্রফি পেয়েছে এগুলো।



অস্কারের একদিন আগে শনিবার (২৭ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্রে লস অ্যাঞ্জেলসের প্যালেস থিয়েটারে ঘোষণা করা হয় ৩৬তম গোল্ডেন র‌্যাস্পবেরি অ্যাওয়ার্ড বিজয়ীদের নাম। এ আয়োজনকে ডাকা হয় হলিউডের হল অব শেম!

ইএল জেমসের প্রেম ও যৌনতাপূর্ণ উপন্যাস অবলম্বনে নির্মিত ‘ফিফটি শেডস অব গ্রে’ ছবিতে অভিনয়ের জন্য ড্যাকোটা জনসন বাজে অভিনেত্রী আর জেমি ডোরন্যান হয়েছেন বাজে অভিনেতা। সম্মিলিত বাজে অভিনয়ের পুরস্কারও হজম করতে হয়েছে তাদেরকে। বাজে চিত্রনাট্য বিভাগেও সেরা ‘ফিফটি শেডস অব গ্রে’।

ফ্লপ ছবি ‘ফ্যান্টাস্টিক ফোর’-এর জন্য বাজে পরিচালক হয়েছেন জশ ট্র্যাঙ্ক। এটি নির্বাচিত হয়েছে সবচেয়ে ব্যর্থ সিক্যুয়েল।  বাজে পার্শ্ব অভিনেত্রী হয়েছেন ক্যালি কুকো (অ্যালভিন অ্যান্ড দ্য চিপমাঙ্কস: দ্য রোড চিপ)। ‘জুপিটার অ্যাসেন্ডিং’ ছবির জন্য বাজে পার্শ্ব অভিনেতার পুরস্কার গেছে এডি রেডমেইনের কাছে। তিনি এবারের অস্কারে ‘দ্য ডেনিশ গার্ল’-এ অভিনয়ের সুবাদে সেরা অভিনেতার মনোনয়ন পেয়েছেন।

এর আগে রেজি পেয়েছেন এমন তারকাদের খ্যাতি পুনরুদ্ধারেরও সুযোগ দেওয়া হয়। এটাকে বলে রেজি রিডিমার অ্যাওয়ার্ড। ধারাবাহিকভাবে রেজি মনোনয়ন পাওয়া ‘ক্রিড’-এর সুবাদে দারুণভাবে ফিরে আসার সুবাদেএবার এই পদবী পেয়েছেন সিলভেস্টার স্ট্যালোন।

রেজি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাধারণত মনোনীতরা থাকেন। একমাত্র সান্ড্রা বুলক ২০১০ সালে ‘অল অ্যাবাউট স্টিভ’ ছবির জন্য বাজে অভিনেত্রীর পুরস্কার নিতে এসেছিলেন। এর একদিন পর ‘দ্য ব্লাইন্ড সাইড’-এর জন্য অস্কারে সেরা অভিনেত্রীর পুরস্কার পান তিনি।

হলিউডে ১৯৮০ সাল থেকে প্রতি বছর সবচেয়ে দর্শকবিমুখ ছবিগুলোকে দেওয়া হচ্ছে। রেজি পুরস্কার। রেজি পুরস্কার গোল্ডেন র্যাজবেরি অ্যাওয়ার্ড ফাউন্ডেশনের ৯৪৩ সদস্যের ভোটে নির্বাচিত হয়েছে বিজয়ী তালিকা। ৪০ ডলার দিয়ে ভোট দেওয়ার অনুমোদন পেয়েছেন তারা। তাদেরকে বছরে দিতে হয় ২৫ ডলার। আমেরিকার ২৮টিসহ বিশ্বের ৪৮টি দেশের দর্শকরা এই ফাউন্ডেশনের ভোটার।  

* হলিউডের মুখচুন করা ছবির মনোনয়নে এগিয়ে

বাংলাদেশ সময়: ১৮০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।