ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

বিনোদন

অস্কারের লালগালিচায় নক্ষত্র মেলা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৯, ২০১৬
অস্কারের লালগালিচায় নক্ষত্র মেলা লিওনার্ডো ডিক্যাপ্রিও ও কেট উইন্সলেট

দুনিয়া কাঁপানো হেভিওয়েট তারকারা এখন অস্কারের লালগালিচায় পা মাড়িয়ে যাচ্ছেন। যুক্তরাষ্ট্রের লসঅ্যাঞ্জেলেসে হলিউডের ডলবি থিয়েটারের সামনে তাই এখন বসেছে নক্ষত্র মেলা।




সোমবার (২৯ ফেব্রুয়ারি) সকাল ৬টায় লালগালিচায় তারকাদের অংশ নেওয়া সরাসরি সম্প্রচার শুরু করে স্টার মুভিজ চ্যানেল।

৫০০ ফুট দীর্ঘ লালগালিচায় তারকা জট লেগে গেছে বলা যায়! বিখ্যাত ডিজাইনারদের বাহারি সব পোশাক পরে এসেছেন নামি-দামি তারকারা। আলাদাভাবে নজর কেড়েছেন হলিউড হার্টথ্রব লিওনার্ডো ডিক্যাপ্রিও ও কেট উইন্সলেট। দু'জনেরই এবার অস্কারজয়ের সম্ভাবনা প্রবল।

কিছুক্ষণ পর শুরু হবে অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের ৮৮তম আসরের মূল অায়োজন। । জাঁকালো অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন মার্কিন কমেডিয়ান-অভিনেতা ক্রিস রক। মনোনয়ন তালিকায় কৃষ্ণাঙ্গরা উপেক্ষিত থাকায় এবারের আয়োজন বিদ্ধ হচ্ছে সমালোচনার তীরে। তাই কৃষ্ণাঙ্গ তারকা ক্রিস রক কি করেন তা দেখতে উন্মুখ সবাই।  

* অস্কারে সেরা অভিনেত্রী ব্রি লারসন
* আবার ইনারিতু সেরা
* হ্যাটট্রিক করলেন লুবেজকি
* অস্কারে সেরা গান স্যাম স্মিথের
* অস্কারে সেরা পার্শ্ব অভিনেত্রী
* অস্কারে সেরা পার্শ্ব অভিনেতা
* আনন্দ, দুঃখ, ভয়, বিতৃষ্ণা ও রাগই সেরা!
* অস্কার গেলো হাঙ্গেরিতে
* অস্কার জিতলো পাকিস্তানি মেয়েদের হত্যার ছবি
* চোখ আটকে গেলো প্রিয়াঙ্কায়!
* শুরু হলো অস্কারের জাঁকালো আসর

বাংলাদেশ সময়: ০৭২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৯, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।