ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

বিনোদন

চোখ আটকে গেলো প্রিয়াঙ্কায়!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৯, ২০১৬
চোখ আটকে গেলো প্রিয়াঙ্কায়! অস্কারের লালগালিচায় প্রিয়াঙ্কা চোপড়া

অস্কারের লালগালিচায় দ্যুতি ছড়ালেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। যুক্তরাষ্ট্রে লস অ্যাঞ্জেলসের হলিউডের ডলবি থিয়েটারে প্রাঙ্গনে তার উপস্থিতি নজর কেড়েছে সবার।

তিনি এখন থিয়েটার অভ্যন্তরে অনুষ্ঠান উপভোগ করছেন।

এবারই প্রথম অস্কার আয়োজনে অংশ নিচ্ছেন প্রিয়াঙ্কা। এ আয়োজনে চলচ্চিত্র সম্পাদনা বিভাগের পুরস্কার দিতে মঞ্চে ওঠেন তিনি। সঙ্গে ছিলেন হলিউড অভিনেতা লিভ শ্রাইবার।

অস্কারের জন্য প্রিয়াঙ্কা বেছে নিয়েছেন লেবানিজ ডিজাইনার জুহাইর মুরাদের নকশা করা সাদা গাউন। সঙ্গে আছে বেল্ট। অলঙ্কারগুলো লরেইন শোয়ার্তজ। জুতা জোড়ার ডিজাইনার জিমি চু। সব মিলিয়ে হলিউড রূপসীদের ছাড়িয়ে গেছে প্রিয়াঙ্কার সৌন্দর্য!

প্রিয়াঙ্কার বেছে নেওয়া পোশাক ও অলঙ্কারগুলোর মূল্য ৮০ লাখ ডলার। বাংলাদেশী মুদ্রায় ৬২ কোটি ৮১ লাখ টাকারও বেশি!

* অস্কারে সেরা অভিনেত্রী ব্রি লারসন
* আবার ইনারিতু সেরা
* হ্যাটট্রিক করলেন লুবেজকি
* অস্কারে সেরা গান স্যাম স্মিথের
* অস্কারে সেরা পার্শ্ব অভিনেত্রী
* অস্কারে সেরা পার্শ্ব অভিনেতা
* আনন্দ, দুঃখ, ভয়, বিতৃষ্ণা ও রাগই সেরা!
* অস্কার গেলো হাঙ্গেরিতে
* অস্কার জিতলো পাকিস্তানি মেয়েদের হত্যার ছবি
* অস্কারের লালগালিচায় নক্ষত্র মেলা
* শুরু হলো অস্কারের জাঁকালো আসর

বাংলাদেশ সময়: ০৭৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৯, ২০১৬
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।