ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

বিনোদন

শুরু হলো অস্কারের জাঁকালো আসর

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৯, ২০১৬
শুরু হলো অস্কারের জাঁকালো আসর

বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাসম্পন্ন পুরস্কার অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের ৮৮তম আসর শুরু হলো। যুক্তরাষ্ট্রের লসঅ্যাঞ্জেলেসে হলিউড অ্যান্ড হাইল্যান্ড সেন্টারের ডলবি থিয়েটারে অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন কমেডিয়ান-অভিনেতা ক্রিস রক।




শুরু থেকেই অস্কারে কৃষ্ণাঙ্গদের উপেক্ষিত থাকা নিয়ে হাসির ছলে তীর্যক কথাবার্তা বলেন ক্রিস রক। ৩৬ বছর বয়সী এই মার্কিন তারকার হাস্যরসধর্মী উপস্থাপনা থিয়েটারে উপস্থিত ৩ হাজার ৩০০ জন অতিথি দারুণ উপভোগ করেন।

অনুষ্ঠানে প্রথমে দেওয়া হয় মৌলিক চিত্রনাট্যের পুরস্কার।  এ সময় মঞ্চে আসেন হলিউডের দুই অভিনেত্রী শার্লিজ থেরন ও এমিলি ব্লান্ট। এ বিভাগে সেরা হয়েছে 'স্পটলাইট'। এরপর অ্যাডাপ্টেড চিত্রনাট্যের পুরস্কার জেতে 'দ্য বিগ শর্ট'।  বিজয়ীরা যাদেরকে ধন্যবাদ জানাতে চান তাদের নাম দেখানো হয় টিভি স্ক্রলে। সময় বাঁচানো ও বিরক্তি এড়াতে এ উদ্যোগ নিয়েছেন আয়োজকরা।

আসরের প্রথম পরিবেশনা ছিলো ব্রিটিশ গায়ক স্যাম স্মিথের। তিনি গেয়ে শোনান জেমস বন্ড সিরিজের ২৪তম ছবি 'স্পেক্টর'-এর অস্কার মনোনীত গান 'রাইটিংস অন দ্য ওয়াল'।  

সোমবার (২৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় শুরু হয় অস্কারের মূল আয়োজন। এর আগে লালগালিচায় পা মাড়িয়েছেন বিখ্যাত তারকারা। এবিসি নেটওয়ার্কের মাধ্যমে স্টার মুভিজ চ্যানেলে এখন এই আয়োজন সরাসরি দেখানো হচ্ছে।


* অস্কারে সেরা অভিনেত্রী ব্রি লারসন
* আবার ইনারিতু সেরা
* হ্যাটট্রিক করলেন লুবেজকি
* অস্কারে সেরা গান স্যাম স্মিথের
* অস্কারে সেরা পার্শ্ব অভিনেত্রী
* অস্কারে সেরা পার্শ্ব অভিনেতা
* আনন্দ, দুঃখ, ভয়, বিতৃষ্ণা ও রাগই সেরা!
* অস্কার গেলো হাঙ্গেরিতে
* অস্কার জিতলো পাকিস্তানি মেয়েদের হত্যার ছবি
* অস্কারের লালগালিচায় নক্ষত্র মেলা
* চোখ আটকে গেলো প্রিয়াঙ্কায়!

বাংলাদেশ সময়: ০৭৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৯, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।