ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

বিনোদন

অস্কারে সেরা পার্শ্ব অভিনেত্রী

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৯, ২০১৬
অস্কারে সেরা পার্শ্ব অভিনেত্রী অ্যালিসিয়া ভিক্যান্ডার

অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের ৮৮তম আসরে সেরা পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার জিতলেন অ্যালিসিয়া ভিক্যান্ডার। ‘দ্য ডেনিশ গার্ল’ ছবিতে অনবদ্য অভিনয়ের জন্য এই স্বীকৃতি পেলেন তিনি।

এটাই তার প্রথম অস্কার।  

অ্যালিসিয়ার হাতে পুরস্কার তুলে দেন গতবারের সেরা পার্শ্ব অভিনেতা জে.কে. সিমন্স। সেরা পার্শ্ব অভিনেত্রী বিভাগে ২৭ বছর বয়সী এই সুইডিশ অভিনেত্রীর পুরস্কারজয়টা চমকই বলা চলে।

এ বিভাগে আরও মনোনয়ন পেয়েছেন কেট উইন্সলেট (স্টিভ জবস), জেনিফার জেসন লি (দ্য হেইটফুল এইট), রুনি মারা (ক্যারল) ও র‌্যাচেল ম্যাকঅ্যাডামস (স্পটলাইট)। তাদের মধ্যে উইন্সলেটকেও ফেভারিট ভাবা হচ্ছিলো।

টম হুপার পরিচালিত ‘দ্য ডেনিশ গার্ল’-এ চিত্রশিল্পী গার্ডা ওয়াগনার চরিত্রে অ্যালিসিয়ার অভিনয়ই অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেসের ভোটারদের মন কেড়েছে বেশি। গার্ডা তার স্বামী আইনার ওয়াগনার শারীরিক গড়নে পুরুষ হলেও তার মনপ্রাণ মেয়েদের মতো। ছেলেদের মতো থাকতে অনীহা আইনারের মধ্যে। মেয়ে হতে চাওয়া স্বামীকে সবকিছু থেকে আগলে রাখা স্ত্রীর ভূমিকায় মুগ্ধ করেছেন অ্যালিসিয়া।  

ছবিটিতে আইনারের চরিত্রে অভিনয় করেছেন গতবারের অস্কারে সেরা অভিনেতা এডি রেডমেইন। তাকে ধন্যবাদ দিয়ে অ্যালিসিয়া বলেন, ‘এডি, অভিনয়ের সেরা অংশীদার হওয়ার জন্য ধন্যবাদ। আপনাকে ছাড়া আমি এটা কখনও করতে পারতাম না। আপনি আমার স্পৃহা বাড়িয়ে দিয়েছেন। আমার মা ও বাবা সবসময় এই বিশ্বাস ধরিয়ে দিতেন- যে কোনো কিছু হতে পারে। এমনকি আমি কখনও তা বিশ্বাস না করলেও তারা উৎসাহ জুগিয়ে যেতেন। ’

সোমবার (২৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে শুরু হয় অস্কার অনুষ্ঠান। এটি উপস্থাপনা করছেন হলিউড তারকা ক্রিস রক। এই আয়োজন সরাসরি দেখানো হচ্ছে স্টার মুভিজ চ্যানেলে।  


* অস্কারে সেরা অভিনেত্রী ব্রি লারসন
* আবার ইনারিতু সেরা
* হ্যাটট্রিক করলেন লুবেজকি
* অস্কারে সেরা গান স্যাম স্মিথের
* অস্কারে সেরা পার্শ্ব অভিনেতা
* আনন্দ, দুঃখ, ভয়, বিতৃষ্ণা ও রাগই সেরা!
* অস্কার গেলো হাঙ্গেরিতে
* অস্কার জিতলো পাকিস্তানি মেয়েদের হত্যার ছবি
* অস্কারের লালগালিচায় নক্ষত্র মেলা
* চোখ আটকে গেলো প্রিয়াঙ্কায়!
* শুরু হলো অস্কারের জাঁকালো আসর

বাংলাদেশ সময় : ০৮১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৯, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।