ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

বিনোদন

হ্যাটট্রিক করলেন লুবেজকি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৯, ২০১৬
হ্যাটট্রিক করলেন লুবেজকি ইমানুয়েল লুবেজকি

টানা তিনবার অস্কার জিতলেন বিখ্যাত চিত্রগ্রাহক ইমানুয়েল লুবেজকি। এবারের আসরে আলেহান্ড্রো গঞ্জালেজ ইনারিতুর 'দ্য রেভেন্যান্ট'-এ দারুণ কাজের স্বীকৃতি হিসেবে এ সম্মান পেলেন তিনি।



গতবারও আলেহান্ড্রো গঞ্জালেজ ইনারিতুর 'বার্ডম্যান' ছবির জন্য অস্কারে সেরা চিত্রগ্রাহক হন লুবেজকি। ২০১৩ সালে তার হাতে এ পুরস্কার ওঠে আলফনসো কুয়ারন পরিচালিত 'গ্র্যাভিটি'র জন্য।  তারা তিনজনই মেক্সিকান।

অস্কারের ইতিহাসে এবারই প্রথম কোনো চিত্রগ্রাহক পুরস্কার জিতে হ্যাটট্রিক গড়ার রেকর্ড গড়লেন। এদিক দিকে ইতিহাসের পাতায় স্থান করে নিলেন লুবেজকি। পুরস্কার গ্রহণের পর মনোনীত অন্য চিত্রগ্রাহকদের কাজ ভালো লাগে জানিয়ে ক্যামেরার ৫২ বছর বয়সী এই শিল্পী বলেছেন, 'এটা অবিশ্বাস্য! এটা ভাগাভাগি করতে চাই আমার দোস্ত ইনারিতু, লিওনার্ডো ডিক্যাপ্রিও ও টম হার্ডির সঙ্গে। স্বাধীনতা দেওয়ার জন্য নিউ রিজেন্সি ও ফক্সের সব প্রযোজককে ধন্যবাদ। '

অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের ৮৮তম আসরে চিত্রগ্রহণ বিভাগে মনোনীত অন্য ছবিগুলো হলো 'ক্যারল', 'ম্যাড ম্যাক্স: ফিউরি রোড', 'সিকারিও', 'দ্য হেটফুল এইট'। তবে 'দ্য রেভেন্যান্ট' ছবিতে প্রাকৃতিক আলোকে কাজে লাগিয়ে চোখজুড়ানো সব দৃশ্য ক্যামেরাবন্দি করেছেন লুবেজকি। এটাই তাকে আলাদা করে দিয়েছে অন্যদের চেয়ে।

সোমবার (২৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় শুরু হয় অস্কারের মূল আয়োজন। এটি উপস্থাপনা করছেন হলিউড তারকা ক্রিস রক। এবিসি নেটওয়ার্কের মাধ্যমে স্টার মুভিজ চ্যানেলে এখন এই আয়োজন সরাসরি দেখানো হচ্ছে।

* অস্কারে সেরা অভিনেত্রী ব্রি লারসন
* আবার ইনারিতু সেরা
* অস্কারে সেরা গান স্যাম স্মিথের
* অস্কারে সেরা পার্শ্ব অভিনেত্রী
* অস্কারে সেরা পার্শ্ব অভিনেতা
* আনন্দ, দুঃখ, ভয়, বিতৃষ্ণা ও রাগই সেরা!
* অস্কার গেলো হাঙ্গেরিতে
* অস্কার জিতলো পাকিস্তানি মেয়েদের হত্যার ছবি
* অস্কারের লালগালিচায় নক্ষত্র মেলা
* চোখ আটকে গেলো প্রিয়াঙ্কায়!
* শুরু হলো অস্কারের জাঁকালো আসর

বাংলাদেশ সময় : ০৮৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৯, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।