ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

বিনোদন

আনন্দ, দুঃখ, ভয়, বিতৃষ্ণা ও রাগই সেরা!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৯, ২০১৬
আনন্দ, দুঃখ, ভয়, বিতৃষ্ণা ও রাগই সেরা!

মানুষের আবেগের পাঁচটি মূল দিক হলো আনন্দ, দুঃখ, ভয়, বিতৃষ্ণা ও রাগ। এই পাঁচটি অনুভূতিকে কেন্দ্র করে নির্মিত 'ইনসাইড আউট' অস্কার জিতলো।

অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের ৮৮তম আসরে এটাই হয়েছে সেরা অ্যানিমেটেড ছবি।

পিক্সার অ্যানিমেশন স্টুডিওর ছবিটি পরিচালনা করেছেন পিট ডক্টর। এর গল্পে দেখা যায়, তরুণী রিলি তার জন্মস্থান থেকে পাড়ি জমায় সান ফ্রান্সিসকোতে। নতুন শহর, বাড়ি ও স্কুলে কীভাবে পথ চলতে হবে এ নিয়ে তখন তার অনুভূতিগুলোর (আনন্দ, ভয়, রাগ, বিতৃষ্ণা, দুঃখ) মধ্যে দ্বন্দ্ব দেখা দেয়।  

অ্যানিমেটেড ছবির বিভাগে এবার মনোনীত অন্য চারটি ছবি হলো 'অ্যানোম্যালিসা', 'বয় অ্যান্ড দ্য ওয়ার্ল্ড', 'শাউন দ্য শিপ মুভি', 'হোয়েন ম্যারনি ওয়াজ দেয়ার'।

অ্যানি অ্যাওয়ার্ডসের ৪৩তম আসরে সেরা ছবি-সহ সর্বাধিক পুরস্কার জিতে অস্কারজয়ের দৌড়ে এগিয়ে ছিলো 'ইনসাইড আউট'। এর আগে গোল্ডেন গ্লোব, বাফটা, ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ডস ও প্রডিউচার্স গিল্ড অব আমেরিকা অ্যাওয়ার্ডসে সেরা অ্যানিমেটেড ছবির সম্মান পেয়েছে ছবিটি।

সোমবার (২৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে শুরু হয় অস্কার অনুষ্ঠান। এটি উপস্থাপনা করছেন হলিউড তারকা ক্রিস রক। এই আয়োজন সরাসরি দেখানো হচ্ছে স্টার মুভিজ চ্যানেলে।

* অস্কারে সেরা অভিনেত্রী ব্রি লারসন
* আবার ইনারিতু সেরা
* হ্যাটট্রিক করলেন লুবেজকি
* অস্কারে সেরা গান স্যাম স্মিথের
* অস্কারে সেরা পার্শ্ব অভিনেত্রী
* অস্কারে সেরা পার্শ্ব অভিনেতা
* অস্কার গেলো হাঙ্গেরিতে
* অস্কার জিতলো পাকিস্তানি মেয়েদের হত্যার ছবি
* অস্কারের লালগালিচায় নক্ষত্র মেলা
* চোখ আটকে গেলো প্রিয়াঙ্কায়!
* শুরু হলো অস্কারের জাঁকালো আসর

বাংলাদেশ সময় : ০৯৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৯, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।