ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

বিনোদন

অস্কারে সেরা অভিনেত্রী ব্রি লারসন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৯, ২০১৬
অস্কারে সেরা অভিনেত্রী ব্রি লারসন ব্রি লারসন

যা হওয়ার তা-ই হলো! অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের ৮৮তম আসরে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতলেন ব্রি লারসন। ‘রুম’ ছবিতে পাঁচ বছর বয়সী পুত্রসন্তান জ্যাককে নিয়ে ছোট একটি ঘরে অপহৃত থাকা মায়ের ভূমিকায় অনবদ্য অভিনয়ের জন্য অস্কার গেলো তার ঘরে।

 

এবারের অস্কারে ব্রি লারসনই যে পুরস্কার পাচ্ছেন, তা মোটামুটি অবধারিত ছিলো! এর আগে গোল্ডেন গ্লোব, বাফটা, স্ক্রিন অ্যাক্টরস গিল্ড (এসএজি) অ্যাওয়ার্ডস, ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ডসের পর স্পিরিট অ্যাওয়ার্ডসও জিতেছেন ২৬ বছর বয়সী এই মার্কিন অভিনেত্রী।

সেরা অভিনেত্রী বিভাগে মনোনীত অন্যরা হলেন কেট ব্ল্যানচেট (ক্যারল), জেনিফার লরেন্স (জয়), চার্লোট র‌্যাম্পলিং (ফোর্টি ফাইভ ইয়ারস) ও সাওয়ার্স রোনান (ব্রুকলিন)।

সোমবার (২৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে শুরু হয় অস্কার অনুষ্ঠান। এটি উপস্থাপনা করছেন হলিউড তারকা ক্রিস রক। এই আয়োজন সরাসরি দেখানো হচ্ছে স্টার মুভিজ চ্যানেলে।

লেনি অ্যাব্রাহামসন পরিচালিত ‘রুম’ তৈরি হয়েছে এমা ডোনাহিউর গ্রন্থ অবলম্বনে। গল্পে মা একসময় ছেলেকে নিয়ে পালিয়ে যান। এরপর জ্যাক রোমাঞ্চকরভাবে নিজেকে খুঁজে পায়। ছবিটিতে ব্রি’র পুত্রের ভূমিকায় আছে জ্যাকব ট্রেমব্লে।  গতবারের সেরা অভিনেতা এডি রেডমেইনের মুখে নিজের নাম শুনে জ্যাকবের দিকে তাকিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন ব্রি।  

পুরস্কার গ্রহণের পর ছবিটির সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেককে ধন্যবাদ জানান ব্রি। তিনি বলেছেন, ‘আমি যেখান থেকে শুরু করেছিলাম,  সে তুলনায় এ ছবি ছিলো অনেক বড় কাজ। আর আমি কেইবা ছিলাম! নিজেকে খুঁজে পেতে বেশ হিমশিম খেয়েছি। তবে এখন এই সোনালি মূর্তি হাতে নিয়ে আমি দৃঢ়। আমার ভেতরে কী অনুভূতি হচ্ছে তা বোঝাতে এটাই যথেষ্ট। ’

 

* আবার ইনারিতু সেরা
* হ্যাটট্রিক করলেন লুবেজকি
* অস্কারে সেরা গান স্যাম স্মিথের
* অস্কারে সেরা পার্শ্ব অভিনেত্রী
* অস্কারে সেরা পার্শ্ব অভিনেতা
* আনন্দ, দুঃখ, ভয়, বিতৃষ্ণা ও রাগই সেরা!
* অস্কার গেলো হাঙ্গেরিতে
* অস্কার জিতলো পাকিস্তানি মেয়েদের হত্যার ছবি
* অস্কারের লালগালিচায় নক্ষত্র মেলা
* চোখ আটকে গেলো প্রিয়াঙ্কায়!
* শুরু হলো অস্কারের জাঁকালো আসর 

বাংলাদেশ সময় : ১১০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৯, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।