ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

বিনোদন

আজ প্রীতির বিয়ে

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৯, ২০১৬
আজ প্রীতির বিয়ে প্রীতি জিনতা

‘হলুদ বাটো মেন্দি বাটো, বাটো ফুলের মৌ...’ এ গান বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা শুনে থাকতেও পারেন। তার জীবনেও এসেছে সেই সময়।

সোমবার (২৯ ফেব্রুয়ারি) বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন তিনি। পাত্র তার অনেকদিনের প্রেমিক জেনে গুডেনাফ।

বিয়ের জন্যই কিছুদিন আগে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে গেছেন প্রীতি। জেনে থাকেন সেখানেই। ইতিমধ্যে বিয়ের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আমেরিকায় গির্জায় বিয়ে হবে খ্রিষ্টান রীতি মেনে। এরপর মুম্বাইয়ে এসে হিন্দু রীতিতে জেনের সঙ্গে  মালাবদল করবেন ৪১ বছর বয়সী এই অভিনেত্রী। এখানে তিন দিন ধরে অনুষ্ঠান হবে রাজপুত ঢঙে।

বিয়েতে মনীষ মালহোত্রা অথবা সুরিলী গোলের ডিজাইন করা পোশাক পরবেন প্রীতি। মুম্বাই ফিরে বিহাত্তর সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করবেন প্রীতি। এখানে উপস্থিত থাকবেন বলিউডের ঘনিষ্ঠ বন্ধুরা।  

জেনে হলেন যুক্তরাষ্ট্রের এনলাইন এনার্জি নামের একটি জলবিদ্যুৎ প্রতিষ্ঠানের সহ-সভাপতি (ফিন্যান্স)। আমেরিকায় ভাইয়ের বাসায় বেড়াতে গিয়ে তার সঙ্গে পরিচয় হয় প্রীতির। এরপর ধীরে ধীরে তাদের মধ্যে মনের আদান-প্রদান হয়। এর সফল সমাপ্তি হতে যাচ্ছে বিয়ের মধ্য দিয়ে।

জেনের আগে শিল্পপতি নেস ওয়াদিয়ার সঙ্গে কয়েক বছর চুটিয়ে প্রেম করেছেন প্রীতি। দু’জনই আইপিএলের দল কিংস ইলেভেন পাঞ্জাবের মালিক হলেও তাদের ছাড়াছাড়ি হয়ে গেছে।

* এপ্রিলে প্রীতি জিনতার বিয়ে হবে দু’বার!
* আগামী সপ্তাহে প্রীতির বিয়ে!
* বিয়ের ছবি নিলামে তুলবেন প্রীতি
* সংবাদমাধ্যমকে ধুয়ে দিলেন প্রীতি
* নতুন বছরের শুরুতে প্রীতির বিয়ে
* আরও এক বছর বিয়ে নয়
 
বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৯, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।