ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

বিনোদন

জাতীয় পুরস্কার জয়ের পর মৌসুমী

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৯, ২০১৬
জাতীয় পুরস্কার জয়ের পর মৌসুমী

২০১৪ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেত্রী হয়েছেন মৌসুমী। মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘তারকাঁটা’য় অভিনয়ের জন্য এবার এই স্বীকৃতি পেলেন তিনি।

এটি তার তৃতীয় জাতীয় পুরস্কার।

তথ্য মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে জাতীয় পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণার পরদিন পূবাইলে ‘রাত্রীর যাত্রী’র আরেক ধাপের দৃশ্যধারণে অংশ নেন মৌসুমী। সেখানে ও রোজ গার্ডেনে এ দফা ছবিটির কাজ হয়েছে।   এতে তার সঙ্গে জুটি বেঁধেছেন আনিসুর রহমান মিলন। এ ছাড়াও আছেন এটিএম শামসুজ্জামান, সালাহউদ্দিন লাভলু, শহিদুল আলম সাচ্চু, অরুণা বিশ্বাস, মারজুক রাসেল, সোনিয়া হোসেন, শিমুল খান, আনান জামানসহ অনেকে।

ছবিটির কাহিনি, সংলাপ, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন হাবিবুল ইসলাম হাবিব। তিনি জানান, গ্রামের কিছু রোমান্টিক ও পারিবারিক দৃশ্যের কাজ হয়েছে এবার। ‘রাত্রীর যাত্রী’র কাজ প্রায় শেষ পর্যায়ে, আরেক দফা দৃশ্যধারণের পরই শুরু হবে সম্পাদনা। এটি প্রযোজনা করছে ব্যাংক অব অডিও ভিজুয়াল আর্টস।

বাংলাদেশ সময় : ২০১০ ঘণ্টা, ফেব্রæয়ারি ২৯, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।