ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

বিনোদন

ফারুকীর ছবিতে ইরফান খান, সঙ্গে তিশা

সোমেশ্বর অলি, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪০ ঘণ্টা, মার্চ ১, ২০১৬

মোস্তফা সরয়ার ফারুকীর নতুন ছবি ‘নো বেড অব রোজেস’-এ অভিনয় করবেন বলিউড অভিনেতা ইরফান খান। তার বিপরীতে দেখা যাবে বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশাকে।

সোমবার (২৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ খবর প্রকাশ করেছে চলচ্চিত্র বিষয়ক বিখ্যাত পত্রিকা ভ্যারাইটি।  

ছবিটিতে কাজ করা প্রসঙ্গে ইরফান খান ভ্যারাইটিকে বলেছেন, “ফারুকীর ‘পিঁপড়াবিদ্যা’ আমি দেখেছি। এটি দেখে অনুপ্রাণিত হয়েছি। এ কারণে অভিনয়ে আগ্রহী হয়েছি। ’

ফারুকী জানান, জীবন কখনো কখনো ক্ষমাহীন। মৃত্যুই এর সমাধান যেখানে থাকে ভালোবাসা, সমবেদনা অার সম্মান। আবার মৃত্যু কখনো কখনো সব কেড়ে নেয় না, কখনো ফেরতও দেয়। ’

‘নো বেড অব রোজেস’ যৌথভাবে প্রযোজনা করবেন বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও ভারতের এসকে মুভিজ, সহ প্রযোজক হিসেবে থাকছে ইরফান খানের আইকে কোম্পানি। আগামী মার্চে ছবির কাজ শুরু হবে।

বাংলাদেশ সময়: ০৮৩৭ ঘণ্টা, মার্চ ০১, ২০১৬
এসও/জেএইচ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।