ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

বিনোদন

আদিত্যকে জাপটে ধরেছেন শ্রদ্ধা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০২ ঘণ্টা, মার্চ ১, ২০১৬
আদিত্যকে জাপটে ধরেছেন শ্রদ্ধা শ্রদ্ধা কাপুর ও আদিত্য রয় কাপুর

মিষ্টি, সুখী ও আদুরে- আদিত্য রয় কাপুর ও শ্রদ্ধা কাপুর এমন টইটম্বুর ভালোবাসায় বুঁদ হয়ে আছেন! ‘ওকে জানু’ নামের একটি ছবিতে তাদেরকে প্রেমে পাগল এমন দুটি চরিত্রে দেখা যাবে।

ছবিটির প্রযোজক করণ জোহর সোমবার (২৯ ফেব্রুয়ারি) এর একটি স্থিরচিত্র প্রকাশ করেছেন টুইটারে।

এতে আদিত্যকে জাপটে ধরে আছেন শ্রদ্ধা। মুম্বাইয়ে বিয়ের আগে একই ছাদের নিচে বসবাস করা এক তরুণ-তরুণীর চরিত্রে অভিনয় করেছেন তারা।

মনিরত্নমের ব্লকবাস্টার তামিল ছবি ‘ওকে কাধাল কানমানি’র রিমেক এটি। হিন্দি রিমেকের চিত্রনাট্যে পরিচালক শাদ আলিকে সহায়তা করেছেন তিনি। ‘আশিকি টু’র (২০১৩) পর এ ছবির মাধ্যমে আবার জুটি বাঁধলেন আদিত্য-শ্রদ্ধা। এর গান লিখেছেন গুলজার, সংগীত পরিচালনায় এআর রহমান।

বাংলাদেশ সময়: ১২০৪ ঘণ্টা, মার্চ ০১, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।