ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

বিনোদন

সালমান যেভাবে শাহরুখের ‘ফ্যান’ হলেন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৭ ঘণ্টা, মার্চ ১, ২০১৬
সালমান যেভাবে শাহরুখের ‘ফ্যান’ হলেন সালমান খান ও শাহরুখ খান

এক সপ্তাহও যায়নি, বলিউডের দুই সুপারস্টার শাহরুখ খান ও সালমান খানের মধ্যে আবার মনোমালিন্যের গুজব উঠেছিলো। আগের মতো আন্তরিকতা নাকি নেই তাদের মধ্যে।

আগামী রোজার ঈদে বক্স অফিসে মুখোমুখি হওয়াকে ঘিরেই এই শীতল যুদ্ধ।

তবে টুইটারে সালমানের একটি টুইট জানিয়ে দিলো, সবই গুজবের। এগুলোর আসলে কোনো ভিত্তিই নেই। শাহরুখের নতুন ছবি ‘ফ্যান’-এর ট্রেলার শেয়ার করেছেন তিনি। শুধু তা-ই নয়, ট্রেলার দেখে ৫০ বছর বয়সী এই অভিনেতা লিখেছেন, ‘সালমান খান হলো শাহরুখ খানের ফ্যান (ভক্ত)। ’

সোমবার (২৯ ফেব্রুয়ারি) প্রকাশিত হয় ট্রেলারটি। এর আগে সালমানের ‘বজরঙ্গি ভাইজান’ ছবির ট্রেলার শেয়ার করেন শাহরুখ। ২০০৯ সালে তুমুল ঝগড়াঝাটির পাঁচ বছর পর তারা বিভেদ ভুলে কোলাকুলি করেন। এরপর থেকে নিজেদের বন্ধুত্বের কথা বরাবরই বলে আসছেন দু’জনে। সালমানের সঞ্চালনায় ‘বিগ বস’-এ নিজের অভিনীত ‘দিলওয়ালে’র প্রচারণায় আসেন শাহরুখ।

এদিকে শাহরুখ জানিয়েছেন রজনীকান্ত ও শচীন টেন্ডুলকারের মতো বিখ্যাত কয়েকজন ব্যক্তিত্বের ভক্ত তিনি। এ ছাড়া কলকাতা শহরের প্রতিও দুর্বলতার কথা জানান কিং খান।

* ‘ফ্যান’ ছবির ট্রেলার :


বাংলাদেশ সময়: ১২২৯ ঘণ্টা, মার্চ ০১, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।