ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

বিনোদন

রাজের ‘নয় ছয়’ একাদশ!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১০ ঘণ্টা, মার্চ ১, ২০১৬
রাজের ‘নয় ছয়’ একাদশ! মুহাম্মদ মোস্তফা কামাল রাজ/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

এখন ‘নয় ছয়’ করছেন নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ! কি নিয়ে তার এই নয় ছয়? আসলে এই নামের নতুন ধারাবাহিক নাটক পরিচালনা করছেন তিনি। মঙ্গলবার (১ মার্চ) থেকে এর দৃশ্যধারণ শুরু হয়েছে রাজধানীর নিকেতনে।



নাটকটিতে অভিনয় করছেন ছোট পর্দার জনপ্রিয় ১১ অভিনয়শিল্পী। তারা হলেন- সাজু খাদেম, তানজিকা, অ্যালেন শুভ্র, সাবিলা নূর, ঈশিকা, তাসনুভা তিশা, ইরফান সাজ্জাদ, ফারহান আহমেদ জোভান, শাওন, নাবিলা ইসলাম, মুকিত জাকারিয়া।

‘নয় ছয়’ নাটকে থাকছে একটি পরিবারের গল্প। তাদের হাসি, আনন্দ, সুখ-দুঃখ তুলে ধরা হবে এতে। বিভিন্ন চরিত্রে আরও আছেন আমিরুল হক চৌধুরী, আরফান আহমেদ, রাজু ও তন্দ্রা। চলতি মাসের মাঝামাঝি থেকে মাছরাঙা টেলিভিশনে এর প্রচার শুরু হবে।

একই চ্যানেলে চলছে রাজের আরেক ধারাবাহিক ‘দোস্ত দুশমন’। এটি শেষ হচ্ছে ১০৬ পর্বে। এরপরই শুরু হবে ‘নয় ছয়’।

* শনিবার আসছে বাংলানিউজের থিম সংয়ের মিউজিক ভিডিও
* রাজের ‘দোস্ত দুশমন’ যারা
* ‘সম্রাট’ নিয়ে আসছেন রাজ
* আমাদের চলচ্চিত্রের সমালোচনা হয় উদ্দেশ্যমূলক
* বাংলানিউজের জন্য বিশ্বকাপ ক্রিকেট নিয়ে রাজের মিউজিক ভিডিও
* আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত হলো ‘বাংলাদেশ’

বাংলাদেশ সময়: ১৩০৮ ঘণ্টা, মার্চ ০১, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।