ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

বিনোদন

সঞ্জয় দত্তের ব্যাপক ভক্ত এই অটোচালক

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৪ ঘণ্টা, মার্চ ১, ২০১৬
সঞ্জয় দত্তের ব্যাপক ভক্ত এই অটোচালক সঞ্জয় দত্তের সঙ্গে তার ভক্ত সন্দীপ বাচ্চে

পুনের ইয়েরওয়াড়া কারাগার থেকে ৪২ মাসের সাজা ভোগ করে সম্প্রতি মুক্তি পেয়েছেন অভিনেতা সঞ্জয় দত্ত। ঘরে ফেরার পর থেকে আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধবদের মতো বলিউড তারকারাও প্রায় প্রতিদিনই তার সঙ্গে সাক্ষাৎ করে অভিনন্দন জানাচ্ছেন।



এবার সঞ্জয়ের কাছে এলেন এক অটোচালক। লোকটা পর্দার মুন্নাভাইয়ের অন্ধভক্ত। তার নাম সন্দীপ বাচ্চে। সোমবার (২৯ ফেব্রুয়ারি) ৫৬ বছর বয়সী এই অভিনেতার সঙ্গে মুম্বাইয়ের পালি হিলে ইমপেরিয়াল হাইটসে এসে হাজিন হন সন্দীপ।

নিজের ব্যাপক ভক্তকে নিরাশ করেননি সঞ্জয়। তার সঙ্গে সাক্ষাৎ করতে পেরে সন্দীপও উচ্ছ্বসিত। প্রিয় তারকার সঙ্গে কোলাকুলিও করেছেন তিনি। দিয়েছেন উপহার। তাকে ভারতীয় সংবাদমাধ্যমে শাহরুখ খানের আগামী ছবি ‘ফ্যান’-এর ‘জাবরা’ গানটির শিরোনাম ধার করে বলা হচ্ছে ‘জাবরা ফ্যান’।  

বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, মার্চ ০১, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।