ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

বিনোদন

বর্তমান স্ত্রী হাসিন, প্রাক্তন স্ত্রী প্রভা!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৪ ঘণ্টা, মার্চ ১, ২০১৬
বর্তমান স্ত্রী হাসিন, প্রাক্তন স্ত্রী প্রভা! (বাঁ থেকে) সাদিয়া জাহান প্রভা, পাভেল ইসলাম ও হাসিন রওশন জাহান

একই স্বামীর বর্তমান ও প্রাক্তন স্ত্রীর ভূমিকায় অভিনয় করলেন সাদিয়া জাহান প্রভা ও হাসিন রওশন জাহান। প্রভা হলেন প্রাক্তন, হাসিন বর্তমান।

তাদের স্বামীর চরিত্রে আছেন পাভেল ইসলাম। ‘রাত এখনও বাকি’ নাটকে দেখা যাবে তাদেরকে।

গল্পে দেখা যাবে- ফরহাদের (পাভেল) স্ত্রী সুতপার (হাসিন) জন্য একটি রেস্তোরাঁয় অপেক্ষা করছে তার প্রাক্তন স্ত্রী জেরিন (প্রভা)। প্রায় পাঁচ বছর আগে জেরিন ছেড়ে গিয়েছিল ফরহাদকে। জেরিন এখন এক রাতের জন্য হলেও ফরহাদকে চায়। ফরহাদ ও সুতপা যদি এই প্রস্তাবে রাজি না হয়, তাহলে আত্মহত্যা করে তাদেরকে ফাঁসিয়ে দেবে!

এটি লিখেছেন সুস্ময় সুমন, পরিচালনা করেছেন ইয়ামিন জুয়েল। এটাই পরিচালকের প্রথম কাজ। গত ২৮ ও ২৯ ফেব্রুয়ারি গুলশানের একটি অভিজাত রেস্তোরাঁ, প্রিয়াংকা শুটিং হাউজ ও হাতিরঝিলে নাটকটির ধারণকাজ সম্পন্ন হয়েছে। শিগগিরই একটি টিভি চ্যানেলে প্রচার হবে ‘রাত এখনও বাকি’।

বাংলাদেশ সময় : ১৪৩৪ ঘণ্টা, মার্চ ০১, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।