ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

বিনোদন

অস্কার পার্টিতেও মোহনীয় প্রিয়াঙ্কা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৯ ঘণ্টা, মার্চ ১, ২০১৬
অস্কার পার্টিতেও মোহনীয় প্রিয়াঙ্কা ভ্যানিটি ফেয়ার ম্যাগাজিনের অস্কার পার্টিতে প্রিয়াঙ্কা চোপড়া

অস্কারে ঝলক দেখিয়েই যাচ্ছেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। সাদা গাউন পরে লালগালিচায় পা মাড়িয়ে গোটা দুনিয়াকে মুগ্ধ করেছেন একদিন আগেই।

এবার ভ্যানিটি ফেয়ার ম্যাগাজিনের আয়োজনে অস্কার পার্টিতেও তার দিকেই গেলো সব নজর!

অস্কার অনুষ্ঠানে প্রিয়াঙ্কা পরেছিলেন লেবাননের ডিজাইনার জুহাইর মুরাদের তৈরি করা পোশাক। এবার জেনি প্যাকহামের নকশা করা রূপালি গাউনে জ্বলজ্বলে লেগেছে তাকে। অলঙ্কারের সঙ্গে যেন মানিয়ে যায় সেজন্য মসৃণ চুলগুলো মাঝামাঝি সিতি কেটে ঝুটি বেঁধে রাখেন তিনি। পার্টিতে জেনিফার লরেন্স, অ্যালিসিয়া ভিক্যান্ডার, জেনিফার গার্নার ও টেলর সুইফটের মতো সুন্দরীদের চেয়েও তাকে ঘিরেই ছিলো সব আকর্ষণ।

লস অ্যাঞ্জেলসে যেখানেই গেছেন, ভারতীয় রীতি মেনে দু’হাত বুকের কাছে এনে ‘নমস্তে’ বলে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রিয়াঙ্কা। ডলবি থিয়েটারে গত ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত অস্কারর ৮৮তম আসরে সেরা সম্পাদনা বিভাগের পুরস্কার তুলে দিয়েছেন তিনি।

এদিকে ‘বেওয়াচ’ ছবির কাজ শুরু করতে এরই মধ্যে তিনি মায়ামিতে উড়ে গেছেন প্রিয়াঙ্কা। চলতি মাসেই এবিসি নেটওয়ার্কে শুরু হবে ‘কোয়ান্টিকো’র দ্বিতীয় মৌসুমের পর্ব। এতে এবারও এফবিআই প্রতিনিধি অ্যালেক্স পারিশ চরিত্রে দেখা যাবে তাকে।

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, মার্চ ০১, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।