ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

বিনোদন

ডিক্যাপ্রিওকে অমিতাভ বচ্চনের অভিনন্দন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০১ ঘণ্টা, মার্চ ১, ২০১৬
ডিক্যাপ্রিওকে অমিতাভ বচ্চনের অভিনন্দন অমিতাভ বচ্চন ও লিওনার্ডো ডিক্যাপ্রিও

আরাধ্য অস্কারটা অবশেষে জিতেছেন হলিউড সুপারস্টার লিওনার্ডো ডিক্যাপ্রিও।  ‘দ্য রেভেন্যান্ট’ ছবিতে দুর্দান্ত অভিনয়ের জন্য সেরা অভিনেতা হলেন তিনি।

 ২৩ বছর অপেক্ষার পর অবশেষে অস্কার পুরস্কার ঘরে তুললেন ৪১ বছর বয়সী এই তারকা।  

তাই সাধারণ মানুষদের মতো বিশ্বের বিভিন্ন দেশের তারকারা শুভেচ্ছায় সিক্ত করছেন লিওকে। অভিনন্দন জানালেন ভারতের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চনও।  ৭৩ বছর বয়সী এই অভিনেতা মনে করেন, পুরস্কারটা ডিক্যাপ্রিওর প্রাপ্য।  

২০১৩ সালে বাজ লারম্যান পরিচালিত ‘দ্য গ্রেট গ্যাটসবি’ ছবিতে একসঙ্গে অভিনয় করেছিলেন দু’জনে। এর মাধ্যমেই হলিউড অভিষেক হয় বিগ বি’র। এতে স্বল্প উপস্থিতির একটি চরিত্রে দেখা গেছে তাকে।  

টুইটারে অমিতাভ লিখেছেন, ‘অবশেষে! লিওনার্ডো অস্কারে সেরা অভিনেতা হলো! ও নিরেট ভদ্রলোক আর সহশিল্পীর প্রতি সহায়তাপ্রবণ। অস্কারের জন্য অভিনন্দন লিওনার্ডো। এ পুরস্কার অবশ্যই তোমার প্রাপ্য। ’

সামাজিক যোগাযোগের মাধ্যমটিতে ‘দ্য গ্রেট গ্যাটসবি’ ছবির কাজ চলাকালীন ডিক্যাপ্রিওর সঙ্গে তোলা কিছু ছবিও পোস্ট করেছেন অমিতাভ।

বাংলাদেশ সময়: ১৬৪৯ ঘণ্টা, মার্চ ০১, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।