ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

বিনোদন

টুইটারে ডিক্যাপ্রিওর বিশ্বরেকর্ড!

জনি হক, স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১০ ঘণ্টা, মার্চ ১, ২০১৬
টুইটারে ডিক্যাপ্রিওর বিশ্বরেকর্ড! লিওনার্ডো ডিক্যাপ্রিও

৮৮তম অস্কারের মনোনয়ন তালিকায় ‘দ্য রেভেন্যান্ট’ ছবির জন্য সেরা অভিনেতা বিভাগে লিওনার্ডো ডিক্যাপ্রিওকে মনোনীত করে তামাম দুনিয়াকে উৎকণ্ঠায় ফেলে দিয়েছিলো অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস। হলিউডের এই সুপারস্টার পুরস্কার জিতবেন সেজন্য যেন পুরো পৃথিবী প্রার্থনায় মেতে উঠেছিলো!

টুইট থেকে শুরু করে মিম, গেমস, অনলাইন পিটিশন, ডিক্যাপ্রিওর অস্কার খরা কাটাতে কতো কিছুই না হলো।

আগের পাঁচবার মনোনয়ন পেলেও চোখের কোণে জমা জল নিয়ে খালি হতে ফিরতে হয়েছিলো তাকে। অবশেষে ষষ্ঠবারে এসে অস্কার ট্রফি ঘরে নিতে পেরেছেন ৪১ বছর বয়সী এই তারকা। সত্যি সত্যিই ট্রফিটি এখন তার ঘরে!
Leo_01
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে গত ২৮ ফেব্রুয়ারি অস্কার অনুষ্ঠানে ডিক্যাপ্রিও অবশেষে পুরস্কার পাওয়ায় ভক্ত ও সমর্থকদের চরম উৎকণ্ঠার সফল সমাপ্তি হলো। এরপর কি হতে পারে তা প্রত্যাশিতই ছিলো।

লিওর জয়ের মুহূর্তটি মিনিটে টুইট হয়েছে ৪ লাখ ৪০ হাজার বার। এ তথ্য দিয়েছে টুইটার ডাটা। অস্কারের ইতিহাসে আর কোনো ঘটনা নিয়ে এতোবার টুইট করা হয়নি। এর আগে ২০১৪ সালের অস্কার অনুষ্ঠানে হলিউডের প্রথম সারির কয়েকজন তারকাকে নিয়ে উপস্থাপিকা এলেন ডিজেনারেসের সেলফিটি মিনিটে টুইট হয়েছিলো ২ লাখ ৫৫ হাজার বার।
Leo_with_mom
মায়ের সাথে ডিক্যাপ্রিও

অস্কার খরা কাটালেন, আরাধ্য পুরস্কারটি জিতে জলবায়ু পরিবর্তন নিয়ে সচেতনতামূলক বক্তব্য রেখে মুগ্ধ করলেন, এবার ইন্টারনেটে বিশ্বরেকর্ডও গড়ে ফেললেন ডিক্যাপ্রিও!

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, মার্চ ০১, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।