ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

বিনোদন

ডিক্যাপ্রিওর অস্কারজয়ে ২৩ সেকেন্ডের ঝড়! (ভিডিও)

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৫ ঘণ্টা, মার্চ ১, ২০১৬
ডিক্যাপ্রিওর অস্কারজয়ে ২৩ সেকেন্ডের ঝড়! (ভিডিও) লিওনার্দো ডিক্যাপ্রিও

দৃশ্যটা ভয়ঙ্কর। ভৌতিক, উচ্ছৃঙ্খল আর ধ্বংসাত্মক! এতোগুলো নেতিবাচক বিশেষণ ২৩ সেকেন্ডের একটি ভিডিওকে ঘিরে।

কী আছে এতে! ঘটনাটা গত ২৮ ফেব্রুয়ারির।

ওইদিন যুক্তরাষ্ট্রে লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে অস্কার মঞ্চে অভিনেত্রী জুলিয়ান মুর এসেছেন সেরা অভিনেতার নাম ঘোষণা করতে। টিভিতে তখন চরম উৎকণ্ঠায় অস্থির কয়েকজন আমেরিকান তরুণ অভিনেতা লগান পল ও তার সমবয়সী বন্ধুরা।  

অতঃপর গতবারের অস্কারে সেরা অভিনেত্রী জুলিয়ান মুরের মুখে লিওনার্দো ডিক্যাপ্রিওর নাম ঘোষণার পর ২৩ সেকেন্ডের মধ্যে কতোকিছু করে ফেললো এই তরুণ-তরুণীরা! এক কপোত-কপোতি একে অন্যকে চুমু খেলেন। আরেক যুগলের মধ্যে প্রেমিকা হাত ছড়িয়ে দাঁড়িয়ে আছেন, পেছনে প্রেমিক। ঠিক যেন ‘টাইটানিক’-এর জ্যাক ও রোজ দাঁড়িয়ে! ব্যাকগ্রাউন্ডে তখন বাজছিলো ডিক্যাপ্রিওর বিখ্যাত ছবি ‘টাইটানিক’-এর গান ‘মাই হার্ট উইল গো অন’।

আরও ঘটনা আছে। একজন টিশার্ট খুলে ফেললেন, আরেকজন কাচের প্লেট নিয়ে ভাঙলেন, গ্লাভস পরে বক্সার বনে গেলেন অন্যজন, টেডি বিয়ারে আগুন ধরানো হলো আনন্দে, চিৎকার-চেচামেচি তো চললোই- সবই ঘটেছে মাত্র ২৩ সেকেন্ডের মধ্যে। একজনের মুখে শোনা গেলো- ‘ও মাই গড!’ উচ্ছ্বাস ও আনন্দ প্রকাশের ধরণ এমনই হয় কখনও কখনও।  

‘আওয়ার রিঅ্যাকশন হোয়েন লিও ফাইনালি ঔন দ্য ওস্কার’ শিরোনামের ভিডিওটি এখন রীতিমতো ভাইরাল। ফেসবুক আর টুইটারে দেদার শেয়ার হচ্ছে এটি। ইউটিউবে এটি এখন পর্যন্ত উপভোগ করেছেন দশ লাখেরও বেশি দর্শক।

লগান পল তার ফেসবুক পেজেও অাপলোড করেছেন ভিডিওটি। তিনি মূলত অন্তর্জাল দুনিয়ায় নানারকম ভিডিও প্রকাশ করে খ্যাতি পেয়েছেন। তার ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার পাঁচ লাখেরও বেশি।

* লগান পলের আলোচিত ভিডিও:


বাংলাদেশ সময়: ১৮০৩ ঘণ্টা, মার্চ ০১, ২০১৬
এসও/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।