ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

বিনোদন

মার্কিন মুলুকে চিরকুট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৫ ঘণ্টা, মার্চ ২, ২০১৬
মার্কিন মুলুকে চিরকুট

মার্কিন মুলুকে এর আগেও গান করেছে জনপ্রিয় ব্যান্ড চিরকুট। আবার সেখানে যাচ্ছে গানের দলটি।

এবার মার্কিন যুক্তরাষ্ট্রের অস্টিনে অনুষ্ঠিতব্য ‘এসএক্সএসডব্লিউ ২০১৬’ শীর্ষক সংগীত উৎসবে অংশ নেবেন তারা।

বিশ্বের দুই হাজার ৩০০টি গানের দল অংশ নিচ্ছে এ আয়োজনে। তাই আমেরিকা সফর নিয়ে উচ্ছ্বসিত চিরকুটের সদস্যরা। ব্যান্ডের গায়িকা শারমিন সুলতানা সুমী জানান, ‘ইউএসএ ট্যুর ২০১৬’-এ অংশ নেওয়ার জন্য অচিরেই রওনা দেবেন তারা। এক মাসের এই সফরে চিরকুট সাতটি স্থানে সংগীত পরিবেশন করবে।

১৬ ও ১৭ মার্চ এসএক্সএসডব্লিউ উৎসবে থাকছে বিশেষ পরিবেশনা ও মূল পরিবেশনা। এ ছাড়া ১২ মার্চ ডালাসে কনসার্ট ফর বাংলাদেশ, ১৪ মার্চ অস্টিনে আগামী টিভিতে গাইবেন ও বাজাবেন তারা। এরপর ২৬ মার্চ ফ্লোরিডা, ৩ এপ্রিল নিউইয়র্ক ও ১০ এপ্রিল আটলান্টায় পৃথক তিনটি কনসার্টে অংশ নেবে চিরকুট।

বাংলাদেশ সময়: ১০২৫ ঘণ্টা, মার্চ ০২, ২০১৬
এসও/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।