ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

বিনোদন

ভুলে অস্কার পুরস্কার ফেলে আসছিলেন ডিক্যাপ্রিও!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৪ ঘণ্টা, মার্চ ২, ২০১৬
ভুলে অস্কার পুরস্কার ফেলে আসছিলেন ডিক্যাপ্রিও!

২৩ বছরের দুঃখ ঘুচলো যে ট্রফি পেয়ে, সেই অস্কার পুরস্কার ভুল করে ফেলে আসছিলেন হলিউড হার্টথ্রব লিওনার্ডো ডিক্যাপ্রিও! একটি ভিডিও ফুটেজে জানা গেছে এই তথ্য। খবর ফিমেল ফার্স্টের।



গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রে লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে অনুষ্ঠিত অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের ৮৮তম আসরে সেরা অভিনেতার পুরস্কার জেতেন ডিক্যাপ্রিও। অস্কার অনুষ্ঠান শেষে গভর্নরস বল ও ভ্যানিটি ফেয়ারের অস্কার পার্টিতে যোগ দেন আমন্ত্রিতরা। কিন্তু বন্ধুদের সঙ্গে আনন্দ-ফূর্তি করতে ডিক্যাপ্রিও যান হলিউডের একটি রেস্তোরাঁয়।

ভিডিও ক্লিপে দেখা যাচ্ছে, এক ব্যক্তি লিওকে এক বোতল অ্যালকোহল দিচ্ছেন। এরপর দেখা যায় আরেকজনের হাতে তার অস্কার মূর্তি! তিনি সেটা ‘দ্য রেভেন্যান্ট’ তারকার কাছে হস্তান্তরের জন্য বলেন, ‘এটা কি আপনার সঙ্গে নিতে চান না?’ উত্তরে ৪১ বছর বয়সী এই সুপারস্টার বলেন, ‘ওহ হো! হ্যাঁ, এটা আমাকে দিন। ’

* ডিক্যাপ্রিওর অস্কারজয়ে ২৩ সেকেন্ডের ঝড়! (ভিডিও)
* টুইটারে ডিক্যাপ্রিওর বিশ্বরেকর্ড!
* ডিক্যাপ্রিওকে অমিতাভ বচ্চনের অভিনন্দন
* ডিক্যাপ্রিওর অস্কারজয়ে ২৮ ফেব্রুয়ারি বিশ্বজুড়ে ছুটি!
* স্পটলাইটের অস্কার, ডিক্যাপ্রিওর অস্কার
* অবশেষে অস্কার জিতলেন ডিক্যাপ্রিও

বাংলাদেশ সময়: ১১০৬ ঘণ্টা, মার্চ ০২, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।