ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

বিনোদন

শ্বশুরকে হারিয়ে মনমরা শাহরুখ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৬ ঘণ্টা, মার্চ ২, ২০১৬
শ্বশুরকে হারিয়ে মনমরা শাহরুখ শাহরুখ খান

নিজের নতুন ছবি ‘ফ্যান’-এর ট্রেলার প্রকাশ করেছেন ভক্তদের নিয়ে, সাড়াও পাচ্ছেন ভালো, তবুও মনমরা হয়ে গেছেন শাহরুখ খানের। কারণ তার অর্ধাঙ্গিনী গৌরি খানের পিতৃবিয়োগ হয়েছে।

 

শাহরুখের শ্বশুর কর্নেল রমেশ চন্দ্র ছিব্বর আর নেই। মঙ্গলবার (১ মার্চ) রাত ৮টা ৫৫ মিনিটে দিল্লির এসকোর্টস হাসপাতালে পরলোকগমন করেন তিনি। দিল্লির লোদি শ্মশানে বুধবার সকাল ১০টায় তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে। এখানে স্ত্রীর পাশেই ছিলেন বলিউড বাদশা।

শাহরুখের পরিবারের একজন সদস্য হিন্দুস্তান টাইমসকে জানান, রমেশ ছিব্বরের প্রয়াণে তারা গভীর শোকাহত। শ্বশুরকে ৫০ বছর বয়সী এই অভিনেতা খুব পছন্দ করতেন। তাই তার মৃত্যুর খবর শুনেই সব কাজ স্থগিত করে শ্মশানে ছুটে আসেন তিনি।  

বাংলাদেশ সময়: ১৩৪৪ ঘণ্টা, মার্চ ০২, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।