ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

বিনোদন

প্রীতির বিয়ের মঞ্চ ফাঁস!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪০ ঘণ্টা, মার্চ ২, ২০১৬
প্রীতির বিয়ের মঞ্চ ফাঁস!

এখন কান পাতলেই বলিউড অভিনেত্রী প্রীতি জিনতার বিয়ের খবর শোনা যাচ্ছে। ৪১ বছর বয়সী এই অভিনেত্রীর বিয়ের খুঁটিনাটি তথ্য ধীরে ধীরে ফাঁস হচ্ছে।

হয়তো কিছুদিনের মধ্যে সবই জানাজানি হয়ে যাবে।

জানা গেছে, যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে গত ২৮ ফেব্রুয়ারি হিন্দু রীতিতে প্রেমিক জেনে গুডেনাফের সঙ্গে সাতপাঁকে বাঁধা পড়েন প্রীতি। এর পরদিন গির্জায় খ্রিস্টান রীতিতে আবার বিয়ে করেন নবদম্পতি। সেখানে ছিলেন দুই পরিবার ও তাদের ঘনিষ্ঠরা।

প্রীতি-জেনে সবকিছু লুকিয়ে রাখতে চাইলেও তাদের বিয়ের মঞ্চের ছবি ফাঁস হয়ে গেছে। ধারণা করা হচ্ছে, বেভারলি হিলসের মুলহল্যান্ড ড্রাইভের কাছাকাছি একটি জায়গায় বর-কনের মঞ্চ স্থাপন করা হয়।

বাংলাদেশ সময়: ১৬৪১ ঘণ্টা, মার্চ ০২, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।