ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

বিনোদন

শাকিব-জয়ার প্রেমকাহিনীতে ‘খুঁত’! (ভিডিও)

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৮ ঘণ্টা, মার্চ ২, ২০১৬
শাকিব-জয়ার প্রেমকাহিনীতে ‘খুঁত’! (ভিডিও) শাকিব খান ও জয়া আহসান/ছবি : নূর/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

শাকিব খান ও জয়া আহসানের দ্বিতীয় ছবি ‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনী ২’ মুক্তি পাচ্ছে আগামী ৮ এপ্রিল। অনলাইনে এরই মধ্যে প্রকাশিত হয়েছে এর একাধিক গান ও ট্রেলার।

প্রশংসাও কুড়িয়েছে এগুলো। কিন্তু গত ২৯ ফেব্রুয়ারি প্রকাশিত ছবিটির দ্বিতীয় ট্রেলারে এসে ধরা পড়লো কিছু ‘খুঁত’।

পাঠক আগেই জেনেছেন, ‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনী ২’-এর ওপর কাঁচি চালিয়েছে সেন্সর বোর্ড। ক্রিকেট খেলার ওপর ভিত্তি করে নির্মিত ছবিটির বেশকিছু দৃশ্য নিয়ে আপত্তি তোলা হয়। এমনকি বাংলাদেশ ক্রিকেটের অফিসিয়াল জার্সি ব্যবহার করার ওপরও নিষেধাজ্ঞা দেওয়া হয়। এ কারণে ক্রিকেটার চরিত্রে রূপদানকারী শাকিবের পরা জার্সিতে বাংলাদেশের মনোগ্রাম রাখা যাচ্ছে না।

সম্প্রতি প্রকাশিত ট্রেলারে দেখা গেছে শাকিব ও ইমনের জার্সির গায়ে মনোগ্রামের জায়গাটা ঝাপসা করে রাখা হয়েছে। বিষয়টা বেশ দৃষ্টিকটু হলেও এভাবেই বড়পর্দায় আসছে ছবিটি। অনেকে বলছেন, বড়পর্দায় এই দৃশ্যগুলো দর্শকের চোখে আরও বিরক্তিকর ঠেকতে পারে।

এ ব্যাপারে ‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনী ২’-এর পরিচালক সাফিউদ্দিন সাফি বাংলানিউজকে বললেন, ‘সেন্সর বোর্ডের নির্দেশের বাইরে যাওয়ার সাধ্য নেই আমাদের। পুনরায় দৃশ্যধারণের সুযোগও নেই। এ অবস্থায় আমরা নিরূপায়। দর্শক ক্ষমাসুন্দর দৃষ্টিতে ছবিটি উপভোগ করবেন প্রত্যাশা করি। ’

রুম্মান রশীদ খানের চিত্রনাট্যে ‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনী’ ছবিটি আলোচিত হওয়ায় এবার আসছে এর সিক্যুয়েল। এটি প্রযোজনা করেছে ফ্রেন্ডস মুভিজ।


* ‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনী ২’ ছবির ট্রেলার:



বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, মার্চ ০২, ২০১৬
এসও/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।