ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

বিনোদন

রণবীর-ক্যাটরিনার বিচ্ছেদের জন্য দায়ী আলিয়া!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২০ ঘণ্টা, মার্চ ৩, ২০১৬
রণবীর-ক্যাটরিনার বিচ্ছেদের জন্য দায়ী আলিয়া! ক্যাটরিনা কাইফ, রণবীর কাপুর ও আলিয়া ভাট

কিছুদিন আগে সম্পর্কের পাট চুকিয়েছেন রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফ। তাদের বিচ্ছেদের জন্য দায়ী করা হচ্ছে বলিউড অভিনেত্রী আলিয়া ভাটকে।

খবর হিন্দুস্তান টাইমস।

আয়ান মুখার্জির পরবর্তী ছবিতে জুটিবদ্ধ হচ্ছেন রণবীর-আলিয়া। তারপর থেকেই তাদের ঘনিষ্ঠতা বেড়ে গেছে। এ কারণেই সম্পর্কের ইতি টেনেছেন রণবীর-ক্যাটরিনা। এই প্রতিবেদনটি দেখার পর অনেকটা রেগে গেছেন আলিয়া।  

২২ বছর বয়সী এই অভিনেত্রী জানান, ‘এসব মিথ্যা ও বানানো খবর। ’

রণবীর ও ক্যাটরিনা এখন ব্যস্ত নিজেদের কাজ নিয়ে। কিছুদিন আগে মুক্তি পেয়েছে ক্যাটরিনার ‘ফিতুর’। বক্স অফিসে তা ভালো ব্যবসা করতে পারেনি। এ ছাড়া তিনি এখন ব্যস্ত ‘বার বার দেখো’র কাজ নিয়ে। এতে তার সহশিল্পী সিদ্ধার্থ মালহোত্রা।

বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৬
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।