ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

বিনোদন

ভারত-পাকিস্তান খেলা শেষে বিরাটকে আনুশকার ফোন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৪ ঘণ্টা, মার্চ ৩, ২০১৬
ভারত-পাকিস্তান খেলা শেষে বিরাটকে আনুশকার ফোন বির‍াট কোহলি ও আনুশকা শর্মা

কিছুদিন আগে প্রেমিক বির‍াট কোহলির সঙ্গে সম্পর্কের ইতি টেনেছেন বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা। কারণ প্রেমের সম্পর্ককে আরও একধাপ এগিয়ে নিতে চেয়েছিলের বিরাট।

কিন্তু এতে নারাজ ছিলেন আনুশকা। কারণ বলিউডের এই অভিনেত্রী এখন তার ক্যারিয়ার নিয়েই ব্যস্ত থাকতে চান। তবে সুখবর হলো, আবারও কাছাকাছি আসতে শুরু করেছেন দু’জনে।

সম্প্রতি এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে ভারতের জয়ের পর বিরাটকে অভিনন্দন জানানোর জন্য ফোন করেছেন আনুশকা। এরপর থেকেই গুঞ্জন শুরু হয়েছে নিজেদের মধ্যে সমস্যা মিটিয়ে ফেলছেন তারা।

আনুশকা শর্মা এখন ব্যস্ত তার পরবর্তী ছবি ‘সুলতান’-এর দৃশ্যধারণ নিয়ে। হরিয়ানভি কুস্তিগীরের জীবনি নিয়ে তৈরি হচ্ছে এটি। এতে তার সহশিল্পী বলিউড সুপারস্টার সালমান খান। এটি মুক্তি পাবে এ বছর রোজার ঈদে।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৬
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।