ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

বিনোদন

ফিরলেন সুন্দরীতমা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৯ ঘণ্টা, মার্চ ৩, ২০১৬
ফিরলেন সুন্দরীতমা শ্রাবস্তী দত্ত তিন্নি/ছবি-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

দুই সন্তান আর স্বামীকে নিয়ে তিন্নির সুখের সংসার। এর মধ্যে কাজে ফেরার ঈঙ্গিতও দিয়েছেন একটি নাটকে অভিনয় করে।

কিন্তু কবে, সেটা এখনও জানা নেই।

নাটকের জনপ্রিয় এই অভিনেত্রী দীর্ঘদিন ধরে নেই টিভি পর্দায়। একদিন পর (৫ মার্চ) অবশেষে আঁড়াল ভাঙছেন তিন্নি। নাটক নয়, একটি টিভি অনুষ্ঠানে কথা বলবেন ‘সুন্দরীতমা’খ্যাত এই মডেল।

তিন্নি বললেন, ‘এতোদিন পর ক্যামেরার সামনে দাঁড়িয়ে ভীষণ নার্ভাস লাগছিলো। সব মিলিয়ে ভালোই হয়েছে। অনুষ্ঠানটির মাধ্যমে আবার দর্শকদের মুখোমুখি হতে পেরে ভালো লাগছে। ’

বাংলাভিশনের সেলিব্রেটি টক শো ‘আমার আমি’র এবারের অতিথি শ্রাবস্তী দত্ত তিন্নি। রূমানা মালিক মুনমুনের উপস্থাপনায় অনুষ্ঠানটি বাংলাভিশনে প্রচার হবে ৫ মার্চ রাত ৯টা ৫ মিনিটে। প্রযোজনা করেছেন সাজ্জাদ হুসাইন।

* ‘দুই মেয়েকে নিয়ে ভালো আছি’

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৬
এসও


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।