ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

বিনোদন

চলে গেলেন চলচ্চিত্র সাংবাদিক হারুনুর রশীদ খান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৩ ঘণ্টা, মার্চ ৩, ২০১৬
চলে গেলেন চলচ্চিত্র সাংবাদিক হারুনুর রশীদ খান হারুনুর রশীদ খান

প্রবীণ চলচ্চিত্র সাংবাদিক হারুনুর রশীদ খান আর নেই। বুধবার(২ মার্চ) দিবাগত রাত সাড়ে বারোটায় রাজধানীর বারডেম হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে .... রাজিউন)।

মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৮ বছর। দীর্ঘদিন ধরে তিনি ডায়াবেটিস রোগে ভুগছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, নিজ বাসায় খেলা দেখার সময় রাত ৯টায় বুকে ব্যথা অনুভব করেন হারুন। তখনই স্বজনরা তাকে স্থানীয় খিদমাহ হাসপাতালে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত ডাক্তার হারুনকে বারডেম হাসপাতালে নেওয়ার জন্য পরামর্শ দেন। বারডেম হাসপাতালে নেয়ার পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

বৃহস্পতিবার (৩ মার্চ) দুপুর বারোটায় জাতীয় প্রেসক্লাবে মরহুমের প্রথম নামাজে জানাজা ও জোহরের পর খিলগাঁও মাটির মসজিদে দ্বিতীয় নামাজে জানাজা শেষে মিরপুর বুদ্ধিজীবি কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী ও পুত্রকে রেখে গেছেন। তারা আমেরিকা প্রবাসী।

১৯৪৮ সালে টাঙ্গাইলে জন্মগ্রহণ করেন হারুনুর রশীদ। তিনি ছিলেন বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক সভাপতি। জীবদ্দশায় দৈনিক জনপদ, দৈনিক সংবাদ, দৈনিক বাংলাবাজার পত্রিকা, দৈনিক দেশ, দৈনিক খবর, সাপ্তাহিক ছায়াছন্দ, সাপ্তাহিক ছায়াচিত্র সংবাদ মাধ্যমে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।

হারুনুর রশীদ খানের মৃত্যুতে বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস), বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি, বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতি, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি, চলচ্চিত্র গ্রাহক সংস্থা, ফিল্ম এডিটরস গিল্ড ও বিশিষ্ট চলচ্চিত্র প্রযোজক এ কে এম জাহাঙ্গীর খান শোক প্রকাশ করেছেন।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৬
এসও


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।