ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

বিনোদন

জয় বাংলা কনসার্ট

আমন্ত্রণে ব্যান্ডগুলোর ভিডিওবার্তা

সাজেদা সুইটি, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২১ ঘণ্টা, মার্চ ৩, ২০১৬
আমন্ত্রণে ব্যান্ডগুলোর ভিডিওবার্তা

ঢাকা: ঐতিহাসিক ৭ মার্চ মাতাতে প্রস্তুত হয়ে আছে দেশসেরা ৭ ব্যান্ড। যাদের জন্য এতো আয়োজন, সেই দর্শক-শ্রোতাদের আমন্ত্রণ জানাতে এবার ভিডিওবার্তা দিলেন ব্যান্ডগুলোর শিল্পীরা।

৭ মার্চ রাজধানীর আর্মি স্টেডিয়ামে ‘জয় বাংলা কনসার্টে‘ সবার দেখা পেতে চান তারা।

১৯৭১ সালের এ দিনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণের প্রতি সম্মান জানিয়ে কনসার্ট আয়োজন। স্বর্ণালী ইতিহাসে প্রাণের গান জুড়ে একতার উদ্দেশ্যে এমন উদ্যোগ নিয়েছে ‘ইয়াং বাংলা’।

এ মহতী উদ্যোগের সঙ্গে থাকা ব্যান্ডগুলোর শিল্পীরা গতবারের চেয়েও আরও তারুণ্যদীপ্ত অনুষ্ঠানের ব্রত নিয়েছেন। তাই চেষ্টার কোনো ত্রুটি রাখছেন না। এবার দর্শক-স্রোতা মাতাতে আসছে ওয়ারফেজ, শিরোনামহীন, আর্বোভাইরাস, লালন, ক্রিপটিক ফেইট, নেমেসিস ও শূন্য।

ভক্ত, শ্রোতা-দর্শকদের আমন্ত্রণ জানাতে তাদের দেওয়া ভিডিওবার্তা বাংলানিউজ পাঠকদের জন্য উপস্থাপন করা হচ্ছে...

ভিডিও:
ক্রিপটিক ফেট বলছে, ‘৭ মার্চ আর্মি স্টেডিয়ামে ‘টু রক দ্য নেশন’ আসছি, জয় বাংলা কনসার্টে। ’



লালন’র চার সদস্য বলছেন, ৭ মার্চ জয় বাংলা কনসার্টে আসছি আর্মি স্টেডিয়ামে। ঐতিহাসিক দিনটিকে স্মরণ করার জন্য। সবাই একত্রিত হচ্ছি। আশা করি, আপনারাও আমাদের সঙ্গে থাকবেন।



নেমেসিস ব্যান্ডের পাঁচ সদস্য বলেন, ৭ মার্চ দেখা হবে সবার সঙ্গে জয় বাংলা কনসার্টে। বাংলাদেশের ঐতিহাসিক দিনটির অংশ হতে আসছি।



শূন্য’র দুই সদস্য ভিডিও-তে বলেন, আমরা শূন্য। গতবার ৭ মার্চে জয় বাংলা কনসার্টে আমরা পারফর্ম করেছিলাম, এবারও করবো ইনশাল্লাহ। একই ভেন্যু আর্মি স্টেডিয়ামে। সবার সঙ্গে আশা করি দেখা হবে।



ওয়ারফেজ’র পক্ষে টিপু বলেন, আপনাদের সঙ্গে গতবারের মতো এবারও দেখা হবে বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে। আগামী ৭ মার্চে। অবশ্যই আসবেন আপনারা, আসুন সংগীতে মাতি।



সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফর্মেশনের (সিআরআই) আয়োজনে বিকেল ৪টা থেকে রাত ১১টা পর্যন্ত অনুষ্ঠেয় কনসার্টে স্পন্সর করছে ১০টি প্রতিষ্ঠান। মিডিয়া পার্টনার হিসেবে থাকছে বাংলানিউজটোয়েন্টিফোর.কমসহ অনলাইন, প্রিন্ট, ইলেকট্রনিক ও ব্রডকাস্ট মিডিয়ার আটটি প্রতিষ্ঠান। কনসার্টে থাকবে লাইভ সম্প্রচার ও ফ্রি ওয়াই-ফাই সুবিধা।

এবার নতুন যা থাকছে
গতবারের মতো এবারও বঙ্গবন্ধুর সে জাদুকরি ভাষণে আয়োজন শুরু হবে। তবে এবার বিদেশি প্রযুক্তিতে ভাষণের রঙিন ভার্সন থাকবে বলে জানানো হচ্ছে। কেবল তাই নয়, সে সময়টিতে যেমন সাজ-পোশাক ছিল, তেমন একটি রিক্রিয়েশনেরও ব্যবস্থা থাকার কথা শোনা যাচ্ছে। এবার স্টেজও থাকবে আগের চেয়ে বড়।

গতবারের মতো এবারও লেজার শো থাকতে পারে, তবে সাদামাটা সৌন্দর্য ফুটিয়ে। ৭ মার্চ সম্পর্কে তরুণদের আগ্রহের প্রতি সম্মান রেখে থাকবে পুরো আয়োজন। পার্কিং সুবিধা, নিরাপত্তা, স্বেচ্ছাসেবক থাকবে এবার আরও বেশি। আলোও বাড়ানো হবে, বাড়বে ওয়াই-ফাই এরিয়াও।

বাংলানিউজের পাঠকরা তাৎক্ষণিক জানবেন এর খবরাখবর, টিভি-রেডিও-তে সরাসরি সম্প্রচার হবে। পরদিন পত্রিকায়ও পাওয়া যাবে বিস্তারিত।

কনসার্টে ‘ইয়াং বাংলা’র ওপর একটি পরিবেশনা থাকবে। এটি তরুণদের সংগঠন, তরুণদের জন্য। তরুণদের অবদানের স্বীকৃতি, প্রচার, প্রসার ও মেধার যথাযথ ব্যবহার নিশ্চিতে সেন্টার ফর ইনফর্মেশনের মাধ্যমে পরিচালিত হয়ে ইতোমধ্যে জনপ্রিয়তা পেয়েছে ইয়াং বাংলা।

সংগঠনটি রূপকল্প-২০২১ সফলে তরুণ মেধাবীদের পুরস্কার দেওয়ার উদ্যোগ নিয়েছে। ইতিহাস ও বর্তমানের সেতুবন্ধনে দেশ গড়ার প্রত্যয়ে নানা উদ্যোগ রয়েছে এটির। তারুণ্যের কণ্ঠস্বর বলে পরিচিত সংগঠনটি তরুণদের জাতীয় উন্নয়ন প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করতে নিরলস রয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি বাংলানিউজে প্রকাশিত খবরে পাঠকরা জেনেছেন, ‘জয় বাংলা কনসার্ট’-এর রেজিস্ট্রেশন ইতোমধ্যে শুরু হয়েছে, অনলাইনে বিনে পয়সায় টিকেট মিলছে।

ফ্রি-টিকেট পেতে ক্লিক করতে হবে- http://ticket.youngbangla.org/ - ওয়েবসাইটটিতে।

প্রক্রিয়া অনুযায়ী, একটি মেইলের মাধ্যমে ওয়েবসাইটে লগ ইন করে একটি টিকিট পাওয়া যাবে। রেজিস্ট্রেশনে নাম, ঠিকানা, বিভাগ, মেইল আইডি, পেশা, জন্ম তারিখ, আইডির ধরন, মোবাইল ফোন নম্বর, প্রতিষ্ঠান, জেন্ডার, আইডি নম্বর জানাতে হবে। সব ঠিকঠাক থাকলে অনলাইনেই মিলে যাবে টিকিট। তাতে দর্শক-শ্রোতার সুবিধার জন্য কিছু তথ্যও জানিয়ে দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২০১৪ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৬/আপডেট ২০১৫ ঘণ্টা/ ২১৫১ ঘণ্টা
এসকেএস/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।