ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

বিনোদন

জন্মদিনে আলিয়ার চিলেকোঠা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৪ ঘণ্টা, মার্চ ৪, ২০১৬
জন্মদিনে আলিয়ার চিলেকোঠা আলিয়া ভাট

বলিউড সুন্দরী আলিয়া ভাট ২৩ বছরে পা রাখবেন আগামী ১৫ মার্চ। বিশেষ দিনটিকে জাঁকজমকপূর্ণ করে তুলছেন তিনি।

নিজেকে নতুন একটি বাড়ি উপহার দিচ্ছেন ২২ বছর বয়সী এই অভিনেত্রী। তার মা-বাবার বাড়ি থেকে কয়েক মিনিটের দূরত্বে অবস্থিত এটি।


নতুন বাড়ির ইন্টেরিয়র ডিজাইন করেছেন রিচা বল। তিনি বলিউডের আরেক অভিনেত্রী কঙ্গনা রনৌতের অ্যাপার্টমেন্টও সাজিয়েছেন। আলিয়ার ইচ্ছে অনুযায়ী, বাড়িটি দেখতে হবে চিলেকোঠার মতো।

আরামদায়ক কিন্তু অতো আধুনিক নয়, এমন একটি বাড়িতে থাকতে চান আলিয়া। ইটগুলোর ওপর সিমেন্ট বা অন্য কিছু দেওয়া হবে না। জানালার আকার থাকছে বাক্সের মতো। ঘরে তিনি রাখবেন দু’দিক থেকে খোলা যায় এমন ফ্রিজ। দেয়ালে প্রচুর নিয়ন আলো থাকবে।

সম্প্রতি বলিউড অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে ভোগ ম্যাগাজিনের ফটোশুটে অংশ নিয়ে আলোচনায় এসেছেন আলিয়া। এখানেই সাক্ষাৎকারে নিজের নতুন বাড়ির কথা জানান তিনি। এ জুটির নতুন ছবি ‘কাপুর অ্যান্ড সানস’ মুক্তি পাবে আগামী ১৮ মার্চ।

শাকুন বাত্রা পরিচালিত ছবিটি প্রযোজনা করেছেন করণ জোহর। এতে আরও আছেন পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খান।

বাংলাদেশ সময়: ১৩০৭ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।