ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

বিনোদন

রেখা ভরদ্বাজের রবীন্দ্রসংগীতের অ্যালবাম

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২১ ঘণ্টা, মার্চ ৪, ২০১৬
রেখা ভরদ্বাজের রবীন্দ্রসংগীতের অ্যালবাম রেখা ভরদ্বাজ

রবীন্দ্রসংগীতের অ্যালবাম বের করলেন বলিউডের জনপ্রিয় কণ্ঠশিল্পী রেখা ভরদ্বাজ। নাম ‘ট্যাগোর অ্যান্ড উই থ্রি’।

বৃহস্পতিবার (৩ মার্চ) সন্ধ্যায় এর প্রকাশনা অনুষ্ঠান হয়েছে।

এতে তিনটি গান গেয়েছেন রেখা। এগুলো হলো- ‘মন মোর মেঘের সঙ্গী’, ‘আহা তোমার সঙ্গে প্রাণের খেলা’ ও ‘বাজিলো কাহার বীণা’। এ ছাড়া আছে কলকাতার প্রখ্যাত রবীন্দ্রসংগীত শিল্পী শ্রাবণী সেনের কণ্ঠে ‘আহা আজি এ বসন্তে’ ও সেলিম হাসান চিশতির কণ্ঠে ‘চির সখা’।

বলিউডের খ্যাতিমান নির্মাতা বিশাল ভরদ্বাজের সহধর্মিণী রেখা জানান, ছোটবেলায় ‘কাবুলিওয়ালা’র মাধ্যমে রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে তার পরিচয়। তিনি বললেন, “আমার বেড়ে ওঠার সঙ্গে বাংলার অনেক প্রভাব রয়েছে। কবিগুরুর নৃত্যনাট্য ‘তাসের দেশ’ও আকর্ষণীয় লেগেছিলো শৈশবে। গুলজার সাহেব বলেছিলেন, রবীন্দ্রনাথ সারাভারতকে প্রতিনিধিত্ব করেন। তার গান গাইতে পারা আমার জন্য বিরাট সম্মানের। ”

রেখা ভরদ্বাজের পছন্দের আরও তিনটি রবীন্দ্রসংগীত হলো ‘দাঁড়িয়ে আছো তুমি আমার’, ‘সখি ভাবনা কাহারে বলে’ ও ‘মেঘের পারে মেঘ’।

‘ট্যাগোর অ্যান্ড উই থ্রি’ হলো বিভিন্ন ভাষাভাষীর শিল্পীদের কণ্ঠে রবীন্দ্রসংগীতের অ্যালবাম সিরিজের তৃতীয় অ্যালবাম। এর মূল ভাবনা সৌম্যজিৎ ও সৌরেন্দ্রর। প্রথমে বেরিয়েছিলো জার্মান গায়ক স্টেফান স্টোপক ও শ্রাবণী সেনের অ্যালবাম। এরপরের অ্যালবামে গেয়েছেন বলিউডের জনপ্রিয় গায়িকা সুনিধি চৌহান ও অন্যরা।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।