ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

বিনোদন

গৌতম ঘোষের ছবির গানে ফেরদৌস আরা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩০ ঘণ্টা, মার্চ ৪, ২০১৬
গৌতম ঘোষের ছবির গানে ফেরদৌস আরা ফেরদৌস আরা/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নজরুলসংগীত শিল্পী ফেরদৌস আরা। আধুনিক, লোক আর চলচ্চিত্রের গানেও খ্যাতি পেয়েছেন তিনি।

দীর্ঘদিন পর নতুন ছবিতে পাওয়া যাবে তার কণ্ঠ।

গৌতম ঘোষ পরিচালিত যৌথ প্রযোজনার ছবি ‘শঙ্খচিল’-এ একটি নজরুলসংগীত গেয়েছেন ফেরদৌস আরা। ‘খেলিছো এ বিশ্বলয়ে’ গানটির সংগীতায়োজনও করেছেন তিনি।  পহেলা বৈশাখ উপলক্ষে ১৪ এপ্রিল মুক্তি পাচ্ছে এটি। এতে অভিনয় করেছেন প্রসেনজিৎ, কুসুম সিকদার, সাঁঝবাতি, মামুনুর রশীদ।

শুক্রবার (৪ মার্চ) বিকেলে ফেরদৌস অারা বাংলানিউজকে বলেন, ‘অনেকদিন পর চলচ্চিত্রের জন্য গেয়েছি। গান ও সংগীতায়োজন পছন্দ করেছেন পরিচালক গৌতম ঘোষ। আমি যতোদূর শুনেছি, বড়পর্দায় গানটির চিত্রায়নেও বেশ মুন্সিয়ানা রাখা হয়েছে। ’

ফেরদৌস আরা সর্বশেষ মৌসুমী ও রিয়াজ অভিনীত ‘একজন সঙ্গে ছিলো’ ছবি গান করেন। এর আগে বিভিন্ন ছবিতে গেয়েছেন বিখ্যাত সুরকার ও সংগীত পরিচালকদের গান। তাদের মধ্যে অন্যতম সত্য সাহা ও সুজেয় শ্যাম।

বাংলাদেশ সময় : ১২০০ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৬
এসও/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।