ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

বিনোদন

এপ্রিল ফুলে ফুটবে বিয়ের ফুল!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৩ ঘণ্টা, মার্চ ৪, ২০১৬
এপ্রিল ফুলে ফুটবে বিয়ের ফুল! ঈশিকা খান ও কায়সার খান

১ এপ্রিল অনেকে বোকা হন, কেউ বোকা করেন। সেদিনই নতুন জীবন শুরু করতে যাচ্ছেন অভিনয়শিল্পী ঈশিকা খান।

লন্ডন প্রবাসী মৌলভীবাজারের ব্যবসায়ী কামাল খানের পুত্র কায়সার খানের সঙ্গে বিয়ের বন্ধনে জড়াবেন তিনি।

ঈশিকা বাংলানিউজকে জানান, তার এক বান্ধবীর কাজিন কায়সার। তিনি বিয়ের প্রস্তাব পাঠালেও জনপ্রিয় এই অভিনেত্রী তেমন একটা গুরুত্ব দেননি। কিন্তু বরপক্ষ নাছোড়বান্দা। শেষমেষ দুই পরিবারের সম্মতি হলো। মা খাদিজা খানমের ওপর আস্থা রাখলেন কন্যা। পারিবারিক সিদ্ধান্তকে মেনে নিলেন তিনি।

এপ্রিল ফুলে বিয়ের তারিখ চূড়ান্ত করা প্রসঙ্গে ঈশিকা জানান, পাত্রের বড় বোন থাকেন দুবাইয়ে। আর তার মতো ছোট দুই ভাইবোন ও মা-বাবা লন্ডনপ্রবাসী। তাই সবার ছুটি মিলছে ওই তারিখে। সেজন্য আগামী ৩০ মার্চ গায়ে হলুদ, ১ এপ্রিল বিয়ে আর ৩ এপ্রিল হবে বিবাহোত্তর সংবর্ধনা।

বিয়ের পরে নিয়মিত অভিনয় করবেন বলে আশ্বাস দিলেন ঈশিকা। তিনি বললেন, ‘বিয়ের পর গুলশানে শ্বশুরবাড়িতে থাকবো। নিয়মিত কাজ করবো। লন্ডনে বড় পরিসরে একটা অনুষ্ঠান হবে। তাই যেতে তো হবেই। তবে যাওয়া-আসার মধ্যে থাকবো। ’

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।