ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

বিনোদন

রুনা লায়লার সঙ্গে গাঙ্গুলী

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৯ ঘণ্টা, মার্চ ৪, ২০১৬
রুনা লায়লার সঙ্গে গাঙ্গুলী রুনা লায়লা ও সৌরভ গাঙ্গুলী

ভারতের জি বাংলা চ্যানেলের জনপ্রিয় অনুষ্ঠান ‘দাদাগিরি’র একটি বিশেষ পর্বে অংশ নিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কণ্ঠশিল্পী রুনা লায়লা। গত ১ মার্চ কলকাতার পার্পল মুভি টাউনে এর দৃশ্যধারণ হয়।

শিগগিরই জি বাংলার পর্বটির প্রোমো প্রচার শুরু হবে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভারতের প্রাক্তন ক্রিকেটার সৌরভ গাঙ্গুলী। ক’দিন আগে রূপায়ন সিটি উত্তরার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঢাকায় এসেছিলেন তিনি। একই অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন রুনা। তবে তখন তাদের সাক্ষাৎ হয়নি।

‘দাদাগিরি’র কাজ শেষে ঢাকায় ফিরে রুনা বাংলানিউজকে বললেন, ‘শুটিংয়ের আগে ও পরে আমার সঙ্গে কথা বলেছে সৌরভ গাঙ্গুলী। ঢাকায় দেখা না হলেও আমার একটা গান শুনেছিলো বলে জানালো। দারুণ মিশুক ছেলে। আমাকে অনেক সম্মান করেছে। আমার খুব ভালো লেগেছে। ’

গাঙ্গুলীর সঞ্চালনা কেমন লাগলো সামনে থেকে? উত্তরে রুনা বললেন, ‘ওর কথা বলা আমার ভালো লাগে। ও খুব ভালো উপস্থাপনা করতে পারে। এ অনুষ্ঠানে অংশ নিয়ে আমি আনন্দিত। ’

বাংলাদেশ সময়: ১৯২১ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।