ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

বিনোদন

চাপ সামলাতে ডিক্যাপ্রিওর মৌমাছি চাষ!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১০ ঘণ্টা, মার্চ ৫, ২০১৬
চাপ সামলাতে ডিক্যাপ্রিওর মৌমাছি চাষ! লিওনার্ডো ডিক্যাপ্রিও

দীর্ঘ অভিনয় জীবনে বহু পুরস্কার জিতলেও অধরাই থেকে গিয়েছিল অস্কার। পাঁচ-পাঁচবার মনোনয়ন পেয়েও এটা পাননি, তাই ষষ্ঠবারেও পুরস্কারটি হাতে আসবে কি-না তা নিয়ে গোটা দুনিয়ার মতো উৎকণ্ঠায় ছিলেন হলিউড হার্টথ্রব লিওনার্ডো ডিক্যাপ্রিও।

৮৮তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস অনুষ্ঠিত হওয়ার আগে চাপ সামলাতে শখে মৌমাছি চাষ করেছেন তিনি।

ডিক্যাপ্রিওর এই শখটা হয় মায়ের প্রেমিক ডেভিড ওয়ার্ডের মাধ্যমে। নিজের চাপ কমানোর দাওয়াই হিসেবে পন্থাটি অবলম্বন করেন তিনি। গোটা দুনিয়ার দৃষ্টি ছিলো ৪১ বছর বয়সী এই অভিনেতার ওপর। পুরস্কার বিষয়ক সব ধরনের গপ্পো থেকে মনকে দূরে সরিয়ে রাখতে এটা সহায়ক হয়েছে তার জন্য। মনটাও থেকেছে ফুরফুরে।

এ পরিস্থিতিতে স্বাচ্ছন্দ্যে থাকা যায় কীভাবে তা নিয়ে কয়েক মাস আগে ডেভিডের সঙ্গে আলোচনা করেন ডিক্যাপ্রিও। তাদের সম্পর্কটা দারুণ। ডেভিড নিজেও সময় কাটান মৌমাছি চাষ করে। তাই আপন ভুবনে ডুবে থাকতে লিওকে এ পরামর্শ দেন তিনি।

মৌমাছিদের সঙ্গে সময় কাটাতে ভালো লেগেছে ডিক্যাপ্রিওর। তাই বাগানে বেশকিছু মৌমাছির চাক তৈরি করেছেন তিনি।

৮৮তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে অবশেষে সেরা অভিনেতার সোনালি অস্কার পেলেন লিওনার্ডো ডিক্যাপ্রিও। আলেহান্ড্রো গঞ্জালেজ ইনারিতুর ‘দ্য রেভেন্যান্ট’-এ দুর্দান্ত অভিনয়ের সুবাদে এ সম্মান অর্জন করেন তিনি। সেই সঙ্গে মিটেছে তার ২৩ বছরের আক্ষেপ।

এদিকে অস্কার জেতার পরই এক মডেলকন্যার সঙ্গে ডিক্যাপ্রিওকে সময় কাটাতে দেখা গেছে। তারা একান্তে অনেকক্ষণ সময় কাটিয়েছেন। সুন্দরীর নাম লরেন হাটন। তিনি প্রাক্তন ‘মেড ইন চেলসি’ তারকা। অস্কারে ‘টাইটানিক’-এর সহশিল্পী কেট উইন্সলেটের সঙ্গে দীর্ঘক্ষণ কথা হয়েছে লিওর। কেট তাকে সংসারী হওয়ার পরামর্শ দিয়েছেন। তিনি সেটা গুরুত্বের সঙ্গে নিয়েছেন বলে মনে করছে অনেকে।

বাংলাদেশ সময়: ১১০৯ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।