ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

বিনোদন

তারকাদের ফেসবুক প্রোফাইল এখন লাল-সবুজ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৫ ঘণ্টা, মার্চ ৬, ২০১৬
তারকাদের ফেসবুক প্রোফাইল এখন লাল-সবুজ

এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ শিরোপা জিতবেই! গোটা দেশের একই আশা। টাইগারের মতোই খেলে চ্যাম্পিয়ন হবে বলে বুকে আশা বেঁধেছে পুরো জাতি।

এ প্রত্যাশা থেকে দলকে উৎসাহ ও সমর্থন দিতে ফেসবুকে তারকারা নিজেদের প্রোফাইল পিকচার রাঙিয়েছেন লাল-সবুজে। তাদের এই পরিবর্তনকে সাধুবাদ জানাচ্ছেন সবাই।

রোববার (৬ মার্চ) সকাল ৭টা ৫২ মিনিটে নিজের প্রোফাইল পিকচার বদলেছেন অভিনেত্রী জয়া আহসান। এরই মধ্যে এতে লাইক পড়েছে আড়াই হাজারেরও বেশি। অভিনেতা চঞ্চল চৌধুরী প্রোফাইল পিকচার পাল্টে লিখেছেন, ‘আমরা জিতবোই’। অন্য তারকাদের মধ্যে চিত্রনায়ক শাকিব খান, নিরব, অভিনেতা জয়ন্ত চট্টোপাধ্যায়, তৌফিকুল ইসলাম ইমন, কাজী আসিফ, তৌসিফ মাহবুব, শ্যামল মাওলা, ওমর আয়াজ অনি, মতি আছেন একই তালিকায়।

অভিনেত্রী সারা যাকের, জয়শ্রী কর জয়া, মেহের আফরোজ শাওন, মৌটুসী বিশ্বাস, নিপুণ, মৌসুমী নাগ, বিদ্যা সিনহা মিম, প্রসূণ আজাদ, মুনিরা মিঠু, ঈশিকা খান, সোনিয়া হোসেন, শিরিন শিলা, নাবিলা ইসলাম, ফারজানা রিক্তা, মিশু চৌধুরী, নৃত্যশিল্পী পূজা সেনগুপ্তর প্রোফাইল পিকচার এখন লাল-সবুজ।

কণ্ঠশিল্পীদের মধ্যে তিমির নন্দী, কুমার বিশ্বজিৎ, ফাহমিদা নবী, তপু, মাহাদী, বেলাল খান, আতিক বাবু, সৈয়দ শহিদ, বিউটি, ঝিলিক, রমা রহমান, ঐশী, বর্ণ চক্রবর্তী প্রোফাইল পিকচার বদলেছেন।  নিজেদের প্রোফাইল পিকচারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের লোগো যুক্ত করাদের তালিকায় আরও আছেন 

এ ছাড়া নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল, দেবাশীষ বিশ্বাস, মুহাম্মদ মোস্তফা কামাল রাজ, চন্দন রয় চৌধুরী, জয়ন্ত রোজারিও, প্রশান্ত অধিকারী, রফিক শিকদার, অনন্য মামুন, ফয়সাল রাজিব, উপস্থাপিকা সামিয়া রহমান, সামিয়া আফরিন, সংগীতশিল্পী ফরিদ আহমেদ, সুমন কল্যাণ, মীর মাসুম, বোরহান আহমেদ বৃহান, গিটারশিল্পী সোহেল মুহাম্মদ, গীতিকার আসিফ ইকবাল, কবির বকুল, শফিক তুহিন, রাজীব আহমেদ, বেগ রহমান, লুৎফর হাসান, রবিউল ইসলাম জীবন, মাহমুদ মানজুর, কাহিনীকার আবদুল্লাহ জহির বাবু, অনম বিশ্বাস নিজেদের প্রোফাইল পিকচারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের লোগো যুক্ত করেছেন।

বাংলাদেশ সময়: ১০২৭ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।