ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

বিনোদন

শাবনূর এখন সামাজিক!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩১ ঘণ্টা, মার্চ ৬, ২০১৬
শাবনূর এখন সামাজিক! শাবনূর / ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ক্যারিয়ারের তুঙ্গস্পর্শে থাকার সময় চিত্রনায়িকা শাবনূর সচরাচর কোনো অনুষ্ঠানে হাজির হতেন না। এমনকি তার সংশ্লিষ্টতা আছে এমন আয়োজনেও তার উপস্থিতি থাকতো না।

এ নিয়ে তাকে ঘিরে সমালোচনাও কম হয়নি। সেই শাবনূর এখন দাওয়াত পেলেই ছুটে যান এখানে ওখানে! সামাজিকতা রক্ষায় ব্রতী হয়েছেন জনপ্রিয় এই অভিনেত্রী।
 
কয়েক মাস ধরে দেশেই থিতু হয়েছেন শাবনূর। নতুনভাবে অভিনয়ের সঙ্গেও জড়াননি। পুরনো কাজগুলো শেষ করার ঘোষণা দিয়েছেন। এ অবস্থায় এক সময়ের তুমুল এই নায়িকার সময় কাটে স্বামী-সন্তানকে নিয়ে। ঘরকন্যার কাজ বাদ দিলে তার হাতে প্রচুর সময়। সেই সময়টাকেই কাজে লাগাচ্ছেন একাধিকবার জাতীয় চলচ্চিত্রজয়ী এই তারকা।

‘এই তো প্রেম’ ও ‘প্রেম করবো তোমার সাথে’ ছবি দুটি প্রযোজনা করে সফল হয়েছেন শাহীন কবির। ৫ মার্চ রাতে ঢাকার একটি  রেস্তোঁরায়  তার জন্মদিনের অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন শাবনূর। তার পাশাপাশি আরও ছিলেন চলচ্চিত্রের নামী অন্য তারকারাও।  

অনুষ্ঠানে শাবনূরের সঙ্গে আড্ডায় মেতেছিলেন শাকিব খান,  অমিত হাসান, পপি, নিরব, নিপুন, জায়েদ খানসহ আরও অনেকে।   আড্ডা ও নৈশভোজের পাশাপাশি অনুষ্ঠানে ছিলো সাংস্কৃতিক পরিবেশনা। অনুষ্ঠানে আমন্ত্রিতদের গান শুনিয়েছেন শাবনূর ও অমিত হাসান। শাবনূর গেয়েছেন পপসম্রাট আজম খানের গাওয়া বিখ্যাত ‘অনামিকা’ গানটি।

* শাবনূরের কণ্ঠে আজম খানের গান ‘অনামিকা’:


বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, মার্ট ০৬, ২০১৬
এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।