ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

বিনোদন

পাঁচ নায়িকাকে নিয়ে চিরকুটের গান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৭ ঘণ্টা, মার্চ ৬, ২০১৬
পাঁচ নায়িকাকে নিয়ে চিরকুটের গান

মুমতাহিনা চৌধুরী টয়া, নাদিয়া আফরিন মিম, সাফা কবির, কেয়া রহমান ও অন্বেষা- ছোট পর্দার এই পাঁচ নায়িকাকে নিয়ে গান তৈরি করলো চিরকুট। এটি ব্যবহার হচ্ছে ‘সুপার গার্লস’ ধারাবাহিক নাটকে।



নাটকটিতে টয়া, নাদিয়া মিম, সাফা, কেয়া ও অন্বেষা প্রত্যেকেই নিজ নিজ নামের চরিত্রে অভিনয় করেছেন। এর মধ্যে টয়া অভিনেত্রী, কেয়া সংগীতশিল্পী, সাফা টিভি উপস্থাপক, নাদিয়া মিম মডেল আর অন্বেষা অভিনয় করেছেন বাস্কেটবল খেলোয়াড়ের ভূমিকায়।

চিরকুটের গানটির কথায় পাঁচ অভিনেত্রীর নানান পেশার কথা উঠে এসেছে। ধারাবাহিকের মূল ভাবনা নিয়ে সাজানো হয়েছে গানটি। এর কথা ও সুর চিরকুটের। এই সিরিজের গল্প ও চিত্রনাট্য লিখেছেন ভারতীয় টিভি নাটকের অভিনেত্রী ও চিত্রনাট্যকার প্রিয়া ওয়াল। পরিচালনায় তানিম রহমান অংশু।

এর আগে নূরুল আলম আতিকের ‘যাদুর শহর’ ধারাবাহিক নাটকের জন্য চিরকুটের গান ‘যাদুর শহর’ তুমুল জনপ্রিয় হয়। এরপর রেদওয়ান রনির ‘কিক-অফ’ টেলিছবির জন্য বানানো তাদের ‘একটা ছেঁড়া দিন’ গানটিও শ্রোতাপ্রিয়তা পায়। সম্প্রতি দীপ্ত টিভিতে শুরু হওয়া ‘খুঁজে ফিরি তাকে’ ধারাবাহিকের জন্য ‘সবাই কি আর আমার মতো একা’ গানটি করেছে এ ব্যান্ড।

বাংলাদেশ সময় : ২১০০ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।