ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

বিনোদন

বরকে নিয়ে প্রীতির বার্তা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫০ ঘণ্টা, মার্চ ৭, ২০১৬
বরকে নিয়ে প্রীতির বার্তা প্রীতি জিনতা ও জেনে গুডেনাফ

হাসলে টোল পড়ে, বলিউডের অভিনেত্রীদের মধ্যে এই গুণটা প্রীতি জিনতার নামের সঙ্গেই বেশি মানায়। সম্প্রতি বিয়ে করেছেন তিনি।

প্রিয়াঙ্কা চোপড়া, অভিষেক বচ্চন, রিতেশ দেশমুখ, কবির বেদিসহ বলিউডের বেশ কয়েকজন তারকা তাকে শুভেচ্ছাও জানিয়েছেন। কিন্তু ৪১ বছর বয়সী এই অভিনেত্রীর মুখে আনুষ্ঠানিকভাবে একটা শব্দও শোনা যায়নি।

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে গত ২৯ ফেব্রুয়ারি ঘরোয়া পরিসরে অনেকটা চুপিসারেই মার্কিন ফিন্যান্সিয়াল কনসালটেন্ট জেনে গুডেনাফকে বিয়ে করেছেন প্রীতি। এ নিয়ে অবশেষে ভক্তদের জন্য ফেসবুকে একটি বার্তা পোস্ট করেছেন তিনি।

মিসেস প্রীতি গুডেনাফ হওয়া প্রসঙ্গে এককথায় চমৎকার বক্তব্য দিয়েছেন তিনি। নামের সঙ্গে নতুন পদবীটা ভালো লাগছে না? তার কথায়, ‘মিস ট্যাগটি ধরে রাখার ব্যাপারে অনড় ছিলাম। তবে গুডেনাফের সঙ্গে দেখা হওয়ায় তা ঝেড়ে ফেলতে হলো। তাই বিবাহিতাদের ক্লাবে যোগ দিলাম। শুভকামনা জানানো ও ভালোবাসার জন্য সবাইকে ধন্যবাদ। আমি অভিভূত। গুডেনাফ নিয়ে রসিকতা শুরু হোক!’

প্রীতির একথা বলার কারণ জেনে মজার মানুষ হিসেবে পরিচিত। এজন্যই তার নামে যুক্ত হয়েছে গুডেনাফ। নিজের নতুন পদবী নিয়ে ঠাট্টা-তামাশা নিতে প্রস্তুত হয়েই আছেন প্রীতি গুডেনাফ।  আগামী মাসে মুম্বাইয়ে প্রীতির বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান হবে। এখানে তাকে শুভেচ্ছা জানাতে আসবেন বলিউড তারকারা।

জেনের আগে শিল্পপতি নেস ওয়াদিয়ার সঙ্গে প্রেম করেছেন প্রীতি। ২০০৫ থেকে ২০০৯ সাল পর্যন্ত পাঁচ বছর তাদের মন দেওয়া-নেওয়ার কথা শোনা গেছে। দু’জনে মিলে কিনেছিলেন ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) দল কিংস ইলেভেন পাঞ্জাব।

২০১৪ সালের জুনে নেসের বিরুদ্ধে পুলিশের কাছে অসদাচরণের অভিযোগ তোলেন প্রীতি। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আইপিএলের একটি ম্যাচ চলাকালে তার সঙ্গে নেস বাজে আচরণ করেছেন বলে পুলিশের কাছে অভিযোগও তোলেন তিনি।

দীর্ঘদিনের বিরতির পর ২০১৩ সালে ‘ইশক ইন প্যারিস’ ছবির মাধ্যমে রূপালি পর্দায় প্রত্যাবর্তন করেন প্রীতি। তাকে সর্বশেষ দেখা গেছে ‘হ্যাপি এন্ডিং’ (২০১৪) ছবিতে।

বাংলাদেশ সময় : ০৯৫২ ঘণ্টা, মার্চ ০৭, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।