ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

বিনোদন

ডিক্যাপ্রিওর অস্কারজয়ে কাটতি বেড়েছে খেলনার!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪১ ঘণ্টা, মার্চ ৭, ২০১৬
ডিক্যাপ্রিওর অস্কারজয়ে কাটতি বেড়েছে খেলনার! লিওনার্ডো ডিক্যাপ্রিও

হলিউড সুপারস্টার লিওনার্ডো ডিক্যাপ্রিওর প্রথম অস্কারজয় নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে এখনও চলছে ব্যাপক আলোচনা। আসছে রসালো পোস্ট।

এর মধ্যে মার্কিন এই অভিনেতার সায়েন্স-ফিকশন ছবি ‘ইনসেপশন’ নিয়ে সাজানো একটি পোস্ট পুরোপুরি অভিনব।

ক্রিস্টোফার নোলান পরিচালিত ছবিটিতে প্রচুর স্বপ্নিল ব্যাপার ঘটে। এ কারণে ডিক্যাপ্রিওর চরিত্রটি কখন স্বপ্নে ও কখন জেগে আছে তা অনুধাবন করতে ঘূর্ণায়মান খেলনা ব্যবহার করে। তর্জনি আর বৃদ্ধাঙ্গুল দিয়ে ঘোরালে সেটা পাক খেতে থাকে।

‘ইনসেপশন’-এর সূত্র ধরে বেরিয়েছে মিম। এতে বলা হচ্ছে, অস্কারজয়টা স্বপ্ন নাকি বাস্তব তা পরখ করতে ওই খেলনা ব্যবহার করে দেখতে পারেন লিওনার্ডো! এই মিমের কল্যাণে খেলনাটি আলোড়ন সৃষ্টি করেছে। অপ্রত্যাশিতভাবে এর বিক্রি বেড়ে গেছে বহুগুণ।

পোস্টটির সুবাদে যুক্তরাজ্যের বার্টন টাউনে খেলনাটির বিক্রি এমন হারে বেড়েছে যে মোটামুটি বিপ্লবই বলা চলে একে! এ ধরনের খেলনার এক ডিজাইনার তো আশঙ্কা করছেন, তার সব স্টকই না আবার ফুরিয়ে যায়!

সব বাধা পেরিয়ে অবশেষে ৮৮তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে সেরা অভিনেতা বিভাগে পুরস্কার জিততে পেরেছেন ডিক্যাপ্রিও। আলেহান্ড্রো গঞ্জালেজ ইনারিতু পরিচালিত ‘দ্য রেভেন্যান্ট’ তাকে এনে দিয়েছে প্রথম অস্কার। এর আগে পাঁচবার মনোনয়ন পেলেও খালি হাতে ফিরেছেন ৪১ বছর বয়সী এই তারকা।

লিওর প্রথম অস্কারজয়ে তার মতো স্বস্তি পেয়েছেন ভক্তরাও। এরপরই সামাজিক যোগাযোগের মাধ্যমে বিশ্বের বিভিন্ন প্রান্তের ভক্তদের পাঠানো অভিনন্দনের জোয়ারে ভেসেছেন তিনি। তার অস্কারজয়ের মুহূর্তটি সর্বাধিকবার টুইট হওয়ার রেকর্ডও গড়েছে।

* ‘ইনসেপশন’ ছবির শেষ দৃশ্য :

বাংলাদেশ সময় : ১৩৪৩ ঘণ্টা, মার্চ ০৭, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।